Ajker Patrika

দেশের আকাশে শাওয়ালের চাঁদ, কাল ঈদ

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৮: ৪০
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে আজ আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে উদ্‌যাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। সেই হিসাবে এবার পবিত্র রমজান মাস শেষ হলো ২৯ দিনে।

আজ রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদে দেখা কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৈঠকে কমিটির সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা না গেলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের শাওয়ালের চাঁদ দেখা গেছে। দেশগুলোতে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে। এ দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশের কিছু গ্রামে ঈদুল ফিতর পালন করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত