Ajker Patrika

সাংবাদিক নাদিম হত্যা: বাবুর জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৪০
সাংবাদিক নাদিম হত্যা: বাবুর জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ 

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ সোমবার ওই জামিন দেন।

মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন জামিনের পরপরই অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট দিয়েছি।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘জামিন স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে। বুধবার চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।’

চলতি বছরের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় ১৭ জুন বকশীগঞ্জ থানায় মামলা করেন নিহতের স্ত্রী মনিরা বেগম। যাতে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত