কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আজ সোমবার বিকেলে ঢাকায় দেশটির দূতাবাস উদ্বোধন করবেন তিনি।
সকালে সান্তিয়াগো ক্যাফিয়েরো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাঁকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার বিকেলে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর ফলে ৪৫ বছর পর ঢাকায় চালু হচ্ছে ফুটবলের জন্য বিখ্যাত লাতিন আমেরিকার দেশটির দূতাবাস।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ক্যাফিয়েরো। তাঁর এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৩৪ সদস্যের এই প্রতিনিধি দলের সফর শেষ হবে ১ মার্চ।
ঢাকায় দেশটির দূতাবাস অর্থনৈতিক কারণে ১৯৭৮ সালে বন্ধ হয়ে যায়। দুই দেশের মধ্যে বাণিজ্যসহ সার্বিক যোগাযোগ বাড়াতে আবার এটি চালু করার কথা গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে জানান দেশটির প্রেসিডেন্ট ফার্নান্দেজ। তাতে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনঃস্থাপনের মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ফার্নান্দেজ।
এর আগে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ ডিসেম্বর এক চিঠি দেন। চিঠিতে দুই দেশের রাজধানীতে দূতাবাস খোলার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে সংহত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
জবাবে প্রেসিডেন্ট ফার্নান্দেজ পরদিন ২০ ডিসেম্বর এক টুইটে বাংলাদেশ ও আর্জেন্টিনায় উভয় দেশের পতাকা উড়ছে উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীরতর করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আজ সোমবার বিকেলে ঢাকায় দেশটির দূতাবাস উদ্বোধন করবেন তিনি।
সকালে সান্তিয়াগো ক্যাফিয়েরো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাঁকে স্বাগত জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার বিকেলে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর ফলে ৪৫ বছর পর ঢাকায় চালু হচ্ছে ফুটবলের জন্য বিখ্যাত লাতিন আমেরিকার দেশটির দূতাবাস।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ক্যাফিয়েরো। তাঁর এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৩৪ সদস্যের এই প্রতিনিধি দলের সফর শেষ হবে ১ মার্চ।
ঢাকায় দেশটির দূতাবাস অর্থনৈতিক কারণে ১৯৭৮ সালে বন্ধ হয়ে যায়। দুই দেশের মধ্যে বাণিজ্যসহ সার্বিক যোগাযোগ বাড়াতে আবার এটি চালু করার কথা গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে জানান দেশটির প্রেসিডেন্ট ফার্নান্দেজ। তাতে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনঃস্থাপনের মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ফার্নান্দেজ।
এর আগে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ ডিসেম্বর এক চিঠি দেন। চিঠিতে দুই দেশের রাজধানীতে দূতাবাস খোলার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে সংহত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
জবাবে প্রেসিডেন্ট ফার্নান্দেজ পরদিন ২০ ডিসেম্বর এক টুইটে বাংলাদেশ ও আর্জেন্টিনায় উভয় দেশের পতাকা উড়ছে উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীরতর করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
অমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার বিকেল ৩টায়। প্রধান উপদেষ্টা মেলা দেখে যেতে যেতে সাড়ে ৪টা। কিন্তু দর্শনার্থী আর পাঠক আগেই হাজির মেলা ফটকে। নতুন বইয়ের গন্ধ নিতে আর যেন তর সইছিল না। অনুমতি মিলতেই হুড়মুড় করে ঢুকে পড়লেন সবাই।
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে অমর একুশে বইমেলা-২০২৫-এর উদ্বোধন করেছেন। এ উপলক্ষে ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় নিয়ে এসেছে ‘নতুন বাংলাদেশ’ গড়ার ইস্পাত-কঠোর প্রতিজ্ঞা। তাই মহান আত্মত্যাগের মাধ্যমে
৬ ঘণ্টা আগে৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের কয়েক ঘণ্টা আগে ঢাকা মহানগরীর চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে শাহাদাতবরণ করে দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাস। একটি বুলেট তার বুকের বাঁ পাশ দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায়। আনাস সেদিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে পড়ার টেবিলে মাকে উদ্দেশ করে একটি চিঠি লেখে বাসা থেকে
৭ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে। এ জন্য নির্দিষ্ট বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দের সিংহভাগ অর্থ যাতে চিকিৎসার কাজে ব্যয় করা যায়, তার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কর মওকুফ চায় সরকার। গত ২৮ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ দাবি জানিয়েছে মুক্তি
৯ ঘণ্টা আগে