Ajker Patrika

ভ্রাম্যমাণ রেল জাদুঘর ও ৪৬ লোকোমোটিভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২১: ১৪
ভ্রাম্যমাণ রেল জাদুঘর ও ৪৬ লোকোমোটিভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর, ৩০টি মিটারগেজ ও ১৬টি ব্রডগেজ লোকোমোটিভের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার গণভবন থেকে ভার্চুয়ালিভাবে কমলাপুর রেলস্টেশনের রেল জাদুঘর ও ৪৬টি লোকোমোটিভের উদ্বোধন ঘোষণা করেন।

এই ভ্রাম্যমাণ রেল জাদুঘর সারা দেশের রেলপথে  ঘুরবে। বঙ্গবন্ধুর জীবনসংগ্রাম, স্বাধীনতাযুদ্ধ আর ইতিহাস সমন্বয়ে এই জাদুঘর নির্মাণ করা হয়েছে। তা ছাড়া জাদুঘরটিতে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ, সংগ্রামী ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। ব্রডগেজ কোচের জাদুঘরটি পশ্চিমাঞ্চল এবং মিটারগেজের জাদুঘরটি পূর্বাঞ্চলে ঈদের পরে প্রদর্শন করা হবে। শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের জন্য এটি উন্মুক্ত থাকবে।

তা ছাড়া, ইঞ্জিনের সংকটে ধুঁকতে থাকা রেলে যোগ হলো নতুন ৪৬টি ইঞ্জিন। রেলওয়ের বহরে থাকা ২৬৩টি লোকোমোটিভের (ইঞ্জিন) ৭৩ শতাংশেরই বয়স ২০ বছরের বেশি, অর্থাৎ আয়ুষ্কাল শেষ হয়েছে। সংকট কাটাতে ৪০টি ব্রডগেজ ও ৩০টি মিটারগেজ ইঞ্জিন কিনছে রেল। এর মধ্যে ব্রডগেজ ইঞ্জিনের ১৬টি দেশে এসেছে। ব্রডগেজ ইঞ্জিনগুলোর পরীক্ষামূলক চলাচল শেষ হয়েছে। এসব ইঞ্জিন ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। আর মিটারগেজ লোকোমোটিভগুলো অক্টোবর থেকেই চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত