Ajker Patrika

নির্যাতনের শিকার ২০০ নারী ও কন্যাশিশু

আজকের পত্রিকা ডেস্ক­
নির্যাতনের শিকার ২০০ নারী ও কন্যাশিশু

চলতি বছরের অক্টোবর মাসে ৭৪ কন্যাশিশুসহ ২০০ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতি মাসে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে নারী ও কন্যাশিশু নির্যাতন বিষয়ক পরিসংখ্যান তৈরি করে সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসে মোট ২০০ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩০ জন কন্যাসহ ৪৪ জন। তারমধ্যে ২ জন কন্যাসহ ৮ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ১ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়াও ৭ জন কন্যাসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অক্টোবর মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ জন কন্যাসহ ৯ জন। ২ জন কন্যাসহ ৪ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। অ্যাসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন, তারমধ্যে ১ জনের এসডিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। ৩ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, তারমধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৬ জন, তারমধ্যে ৪ জন যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে। শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১০ টি, এরমধ্যে কন্যা ১ জন। ৩ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, তারমধ্যে হত্যার ঘটনা ঘটেছে ১ জন কন্যা। বিভিন্ন কারণে ৪ জন কন্যাসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে।

এ ছাড়াও ২ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৫ জন কন্যাসহ ১৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৬ জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, তারমধ্যে ১ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৪ জন কন্যাসহ ৬ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে।

বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ৪ টি। এ ছাড়াও বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে ২ টি। ২ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এছাড়া ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঘর আলো করেছে ৫ নবজাতক, চোখে অন্ধকার দেখছেন মুদি দোকানি সোহেল

আজকের রাশিফল: ভুল ব্যক্তিকে মেসেজ পাঠিয়ে বিপত্তি বাধাবেন না

ঘনীভূত হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’, আঘাত হানবে সন্ধ্যার পর

বেতন–ভাতা বাড়িয়ে ১ ট্রিলিয়ন ডলার না করলে টেসলা ছাড়তে পারেন মাস্ক

বিএনপি নেতার ব্যানার টানানো নিয়ে গোলাগুলি, যুবদল কর্মী নিহত

এলাকার খবর
Loading...