নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। আজ রাতে গুলশানে নিজ বাসভবনে এ নিয়ে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি জানিয়েছেন, কারা নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন সে বিষয়টি গতকাল বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার বৈঠকে আলোচিত হয়েছে।
এ ভিসা নিষেধাজ্ঞার মধ্যে কারা পড়ছেন সে তালিকা সম্পর্কে সরাকরের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাওয়া হয়েছে কি না সাংবাদিকদের এ প্রশ্নে শাহরিয়ার আলম বলেন, ‘অবশ্যই জানতে চাওয়া হয়েছে। আমরা স্বতপ্রণোদিত হয়ে জানতে চেয়েছি, এটা যদি তাঁদের নীতিমালার মধ্যে না পড়ে...আমি নোটটা দেখেছি তবে ব্রিফিং দেখিনি।’
সাংবাদিকদেরই মার্কিন দূতাবাস বা মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তাঁদের জিজ্ঞেস করে বুঝতে পারেন তাঁরা কতোখানি প্রকাশ করবে।
ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়াদের বিষয়ে শাহরিয়ার আলম আরও বলেন, ‘আমাদেরকে দুদিন আগে একটা ধারণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে গতকালের বৈঠকেও বিষয়টি আংশিক আলোচিত হয়েছে। আমাদের একটা সংখ্যা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এইটুকু বলতে পারি আমি, তাঁরা যদি নির্দিষ্ট করে না বলেন, আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার অনেক বিষয় থাকে, যেগুলো গণমাধ্যমের জন্য নয়, সাধারণ মানুষের জন্য নয়—সেই জায়গা থেকে তাঁরা যদি না বলেন, আমার ঠিক জানা নেই। এখানে মার্কিন দূতাবাস আছে, পরারষ্ট্র দপ্তরের প্রতিনিধিদের বা যেখানে সুযোগ আছে সেখানে যোগাযোগ করতে পারেন।’
তিনি বলেন, ‘তবে সংখ্যাটি বড় নয়, ছোট। এইটুকু বলতে পারি।’
তবে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে পরীক্ষা–নিরীক্ষার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘এখানেও একটা প্রত্যাশা যে, যে কয়েকজনের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটাও যেন যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে তথ্য উপাত্তের ভিত্তিতে তারা করছেন। যদিও এটা ভালো অভিজ্ঞতা নয় তবে এটার মধ্য দিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র মে মাসে ভিসা নীতির ঘোষণা করেছিল। আজ অনেকেই আমাকে কল দিয়েছিলেন। এখানে নতুন কিছু বলার নেই। এটা অফিশিয়াল রিঅ্যাকশন। আমাদের বেশির ভাগ মন্ত্রী ও অফিশিয়াল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের অধিবেশনে আছেন।’
বিরোধী রাজনৈতিক দলগুলোর কথা নিষেধাজ্ঞায় আছে—এ বিষয়ে শাহরিয়ার আলম বলেন, ‘আজকে মার্কিন প্রশাসন ঘোষণা করেছেন আজকে তারা ভিসা নীতি প্রয়োগ শুরু করেছেন। এটা নতুন কিছু নয়। আমরা আগেও বলেছিলাম যে স্থানীয় রাজনীতিতে কোন কোন দল এটা ব্যবহার করা শুরু করেছে যে এটা সরকারের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে। কিন্তু আপনারা পরিষ্কার ভাবে দেখেছেন যে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলোর কথাও বলা হয়েছে।’
তিনি বলেন, ‘এই বিষয়টি আমাদের কয়েক দিন আগেও কমিউনিকেট করা হয়েছিল। গতকাল (বৃহস্পতিবার) মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের যারা নিকট অতীতে বাংলাদেশ সফর করেছেন ও এই পুরো প্রক্রিয়ার মধ্যে ছিলেন। সেখানে আমাদের পক্ষ থেকে তাদের বিস্তারিত বলা হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তাঁদের উদ্বেগের জায়গাগুলো আমরা গ্রহণ করলাম কি করলাম না সেটা আলাদা বিষয় না, তবে তাঁদের উদ্বেগের জায়গাগুলো আমরা অ্যাড্রেস করছি—সেই র্যাবের স্যাংশনের পর আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের ওপর। যেখানে এটা ব্যত্যয় ঘটেছে সেখানে জবাবদিহির কথা তাঁরা বলেছেন, আমরা এখন উন্নতি করছি।’
ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। আজ রাতে গুলশানে নিজ বাসভবনে এ নিয়ে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি জানিয়েছেন, কারা নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন সে বিষয়টি গতকাল বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার বৈঠকে আলোচিত হয়েছে।
এ ভিসা নিষেধাজ্ঞার মধ্যে কারা পড়ছেন সে তালিকা সম্পর্কে সরাকরের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাওয়া হয়েছে কি না সাংবাদিকদের এ প্রশ্নে শাহরিয়ার আলম বলেন, ‘অবশ্যই জানতে চাওয়া হয়েছে। আমরা স্বতপ্রণোদিত হয়ে জানতে চেয়েছি, এটা যদি তাঁদের নীতিমালার মধ্যে না পড়ে...আমি নোটটা দেখেছি তবে ব্রিফিং দেখিনি।’
সাংবাদিকদেরই মার্কিন দূতাবাস বা মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদের কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তাঁদের জিজ্ঞেস করে বুঝতে পারেন তাঁরা কতোখানি প্রকাশ করবে।
ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়াদের বিষয়ে শাহরিয়ার আলম আরও বলেন, ‘আমাদেরকে দুদিন আগে একটা ধারণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে গতকালের বৈঠকেও বিষয়টি আংশিক আলোচিত হয়েছে। আমাদের একটা সংখ্যা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এইটুকু বলতে পারি আমি, তাঁরা যদি নির্দিষ্ট করে না বলেন, আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার অনেক বিষয় থাকে, যেগুলো গণমাধ্যমের জন্য নয়, সাধারণ মানুষের জন্য নয়—সেই জায়গা থেকে তাঁরা যদি না বলেন, আমার ঠিক জানা নেই। এখানে মার্কিন দূতাবাস আছে, পরারষ্ট্র দপ্তরের প্রতিনিধিদের বা যেখানে সুযোগ আছে সেখানে যোগাযোগ করতে পারেন।’
তিনি বলেন, ‘তবে সংখ্যাটি বড় নয়, ছোট। এইটুকু বলতে পারি।’
তবে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে পরীক্ষা–নিরীক্ষার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘এখানেও একটা প্রত্যাশা যে, যে কয়েকজনের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটাও যেন যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে তথ্য উপাত্তের ভিত্তিতে তারা করছেন। যদিও এটা ভালো অভিজ্ঞতা নয় তবে এটার মধ্য দিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র মে মাসে ভিসা নীতির ঘোষণা করেছিল। আজ অনেকেই আমাকে কল দিয়েছিলেন। এখানে নতুন কিছু বলার নেই। এটা অফিশিয়াল রিঅ্যাকশন। আমাদের বেশির ভাগ মন্ত্রী ও অফিশিয়াল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের অধিবেশনে আছেন।’
বিরোধী রাজনৈতিক দলগুলোর কথা নিষেধাজ্ঞায় আছে—এ বিষয়ে শাহরিয়ার আলম বলেন, ‘আজকে মার্কিন প্রশাসন ঘোষণা করেছেন আজকে তারা ভিসা নীতি প্রয়োগ শুরু করেছেন। এটা নতুন কিছু নয়। আমরা আগেও বলেছিলাম যে স্থানীয় রাজনীতিতে কোন কোন দল এটা ব্যবহার করা শুরু করেছে যে এটা সরকারের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে। কিন্তু আপনারা পরিষ্কার ভাবে দেখেছেন যে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলোর কথাও বলা হয়েছে।’
তিনি বলেন, ‘এই বিষয়টি আমাদের কয়েক দিন আগেও কমিউনিকেট করা হয়েছিল। গতকাল (বৃহস্পতিবার) মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের যারা নিকট অতীতে বাংলাদেশ সফর করেছেন ও এই পুরো প্রক্রিয়ার মধ্যে ছিলেন। সেখানে আমাদের পক্ষ থেকে তাদের বিস্তারিত বলা হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তাঁদের উদ্বেগের জায়গাগুলো আমরা গ্রহণ করলাম কি করলাম না সেটা আলাদা বিষয় না, তবে তাঁদের উদ্বেগের জায়গাগুলো আমরা অ্যাড্রেস করছি—সেই র্যাবের স্যাংশনের পর আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের ওপর। যেখানে এটা ব্যত্যয় ঘটেছে সেখানে জবাবদিহির কথা তাঁরা বলেছেন, আমরা এখন উন্নতি করছি।’
নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের নিরাপদে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো, নূর আলম এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগেনেপালের উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সেখানে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
২ ঘণ্টা আগেনেপালে উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে ঢাকা-কাঠমান্ডু রুটের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল বুধবার বেলা ২টা পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সংস্থাটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের বিরুদ্ধে ওঠা আপত্তিকর ভিডিওর অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) উপসচিক আফছানা বিলকিস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে