Ajker Patrika

যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশ মার্কিন সামরিক সরঞ্জাম সংগ্রহ করুক

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০০: ৩৮
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশ সেনাবাহিনী মার্কিন সামরিক সরঞ্জাম সংগ্রহ করুক। দেশটির প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার জোয়েল বি ভাওয়েল ঢাকায় তাঁর দুদিনের সফরে বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।

ঢাকায় মার্কিন দূতাবাস আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

মার্কিন এই শীর্ষ সামরিক কর্মকর্তা ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও যৌথ কার্যক্রমের সামর্থ্য বাড়াতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সরঞ্জাম সংগ্রহের কথা বলা হয়েছে।

জেনারেল জোয়েল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পেশাদার সামরিক বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারির প্রশংসা করে জোয়েল বলেন, নিরাপত্তার দিক থেকে পারস্পরিক স্বার্থের কারণে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়।

বাংলাদেশ সেনাবাহিনী দেশে অভ্যন্তরীণ নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনে যে পেশাদার মনোভাব দেখাচ্ছে, জেনারেল জোয়েল তার প্রশংসা করেন।

বাংলাদেশ সামরিক ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে এবং যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে কী ধরনের সহায়তা দিতে পারে, সে বিষয়েও তিনি আলাপ করেন। চলতি বছর গ্রীষ্মে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার মহড়ার বিষয়েও তিনি আলাপ করেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, পিএসওর সঙ্গে আলোচনায় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিকসহ বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের মধ্যে প্রশিক্ষণ, মহড়া এবং সামরিক সহযোগিতার বিষয়গুলো এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

এলাকার খবর
Loading...