Ajker Patrika

দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ২৮
দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত 

দেশে জিম্বাবুয়েফেরত দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত হয়েছে। সঙ্গে থাকা বাকিদের নমুনা পরীক্ষা চলছে। আজ শনিবার দুপুরে রাজধানীর শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনকালে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সম্প্রতি আফ্রিকার দেশ জিম্বাবুয়ে থেকে যেসব নারী ক্রিকেটার এসেছেন, তাঁদের আমরা পর্যবেক্ষণে রেখেছি। তাঁদের জিনোম সিকোয়েন্স চলছে। আরও কেউ আক্রান্ত কি না, আমরা দেখার চেষ্টা করছি।’ 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওমিক্রন নিয়ে আমরা সতর্ক আছি। যারা বিদেশ থেকে আসবে, তাদের কোয়ারেন্টিনে রাখা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আমাদের বলেছে, যে টিকা আমরা দিচ্ছি, ওমিক্রন প্রতিরোধে তা অনেকটা সক্ষম। তাই সবার টিকা নেওয়া উচিত।’ 

জাহিদ মালেক বলেন, করোনায় এখন পর্যন্ত মারা যাওয়াদের বেশির ভাগই বয়স্ক। তাই তাঁদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কবে নাগাদ শুরু হতে পারে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে আশা করি খুব শিগগিরই শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত