অনলাইন ডেস্ক
‘দিনে-রাতে কাজ করছেন’ বোঝাতে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি।
এর আগে সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীসহ দেশজুড়ে একের পর এক খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় পদত্যাগের দাবির মুখেও তিনি এ মন্তব্য করেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি রাত আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন কেন করলেন—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগের পরিস্থিতি হলে আপনারা তো এই রাতে ঘটনাটা জানতেনই পরে। কিন্তু গতকাল আমরা ডাকার আধা ঘণ্টা পর আপনারা হাজির হয়েছেন। আমি জানি, আপনারা দিনে এবং রাতে কাজ করে যাচ্ছেন। আমরাও যে দিনে-রাতে কাজ করে যাচ্ছি, এটা বোঝানোর জন্যই এমন হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে রাতেও ব্রিফ করে।’
উপদেষ্টা বলেন, ‘পুলিশকে আমি যে অবস্থায় পেয়েছিলাম সেই অবস্থা থেকে আরও ভালো হয়েছে। তাদের কর্মকাণ্ড আরও বাড়ানোর স্কোপ রয়েছে। এটা তারা চেষ্টা করছে। আশা করি, আস্তে আস্তে একটা ভালোর দিকে যাবে।’
অপারেশন ডেভিল হান্ট চলা অবস্থায় এমন পরিস্থিতি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ডেভিল হান্ট অপারেশন চালু করা হয়েছে, যাতে এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত অ্যাকশন নেওয়া যায়। রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে, সেখানে সঙ্গে সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যেসব ওসি মামলা নিতে গড়িমসি করেছেন, তাঁদের আমরা আইনের আওতায় এনেছি। সাসপেন্ড করেছি। অন্য সময় হলে এটা কিন্তু হতো না। আপনারা দেখেছেন, আপনাদের রিপোর্টের ওপর ভিত্তি করে অনেক জ্যেষ্ঠ অফিসারকে ক্লোজ করা হয়েছে। আপনাদের অনুরোধ করব, আপনারা সত্য ঘটনাটা প্রকাশ করেন। বিদেশি মিডিয়া যখন আমাদের নিয়ে অপপ্রচার চালিয়েছে, তখন আপনারা সত্যটা তুলে ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে কিছু (কারও বিপদ) হলে আমরা দৌড়ে যেতাম, এখন গিয়ে মানুষ ছবি ওঠায়। আগের দিন হলে মানুষ দৌড়ে গিয়ে ওই লোকটাকে ধরে ফেলত। মানুষের মন-মানসিকতারও একটু পরিবর্তন হয়েছে। একজন আরেকজনের বিপদে কিন্তু এগিয়ে আসতে হবে।’
সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা ঠিকমতো কাজ করছে কি না—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যাঁকে যে কাজ দেওয়া হয়েছে, তাঁরা সেভাবেই তাঁদের কাজটি করে যাচ্ছেন।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতার ৫৩ বছরে আমার মনে হয় কোনো মিডিয়ায় এমন লেখে নাই—‘এ বছর আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এ রকম কিন্তু কোনো সংবাদ মনে হয় কোনো সাংবাদিক... যেহেতু আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি, আমি মর্নিং নিউজে ছিলাম—আমরাও কোনো দিন করি নাই। কিন্তু এখনো যে পরিস্থিতি, আগের মতোই অবস্থা। আমি বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাকটরি (সন্তোষজনক; কিন্তু এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে।’
‘দিনে-রাতে কাজ করছেন’ বোঝাতে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি।
এর আগে সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীসহ দেশজুড়ে একের পর এক খুন, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় পদত্যাগের দাবির মুখেও তিনি এ মন্তব্য করেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি রাত আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন কেন করলেন—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগের পরিস্থিতি হলে আপনারা তো এই রাতে ঘটনাটা জানতেনই পরে। কিন্তু গতকাল আমরা ডাকার আধা ঘণ্টা পর আপনারা হাজির হয়েছেন। আমি জানি, আপনারা দিনে এবং রাতে কাজ করে যাচ্ছেন। আমরাও যে দিনে-রাতে কাজ করে যাচ্ছি, এটা বোঝানোর জন্যই এমন হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে রাতেও ব্রিফ করে।’
উপদেষ্টা বলেন, ‘পুলিশকে আমি যে অবস্থায় পেয়েছিলাম সেই অবস্থা থেকে আরও ভালো হয়েছে। তাদের কর্মকাণ্ড আরও বাড়ানোর স্কোপ রয়েছে। এটা তারা চেষ্টা করছে। আশা করি, আস্তে আস্তে একটা ভালোর দিকে যাবে।’
অপারেশন ডেভিল হান্ট চলা অবস্থায় এমন পরিস্থিতি কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ডেভিল হান্ট অপারেশন চালু করা হয়েছে, যাতে এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত অ্যাকশন নেওয়া যায়। রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে, সেখানে সঙ্গে সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যেসব ওসি মামলা নিতে গড়িমসি করেছেন, তাঁদের আমরা আইনের আওতায় এনেছি। সাসপেন্ড করেছি। অন্য সময় হলে এটা কিন্তু হতো না। আপনারা দেখেছেন, আপনাদের রিপোর্টের ওপর ভিত্তি করে অনেক জ্যেষ্ঠ অফিসারকে ক্লোজ করা হয়েছে। আপনাদের অনুরোধ করব, আপনারা সত্য ঘটনাটা প্রকাশ করেন। বিদেশি মিডিয়া যখন আমাদের নিয়ে অপপ্রচার চালিয়েছে, তখন আপনারা সত্যটা তুলে ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে কিছু (কারও বিপদ) হলে আমরা দৌড়ে যেতাম, এখন গিয়ে মানুষ ছবি ওঠায়। আগের দিন হলে মানুষ দৌড়ে গিয়ে ওই লোকটাকে ধরে ফেলত। মানুষের মন-মানসিকতারও একটু পরিবর্তন হয়েছে। একজন আরেকজনের বিপদে কিন্তু এগিয়ে আসতে হবে।’
সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা ঠিকমতো কাজ করছে কি না—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যাঁকে যে কাজ দেওয়া হয়েছে, তাঁরা সেভাবেই তাঁদের কাজটি করে যাচ্ছেন।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতার ৫৩ বছরে আমার মনে হয় কোনো মিডিয়ায় এমন লেখে নাই—‘এ বছর আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এ রকম কিন্তু কোনো সংবাদ মনে হয় কোনো সাংবাদিক... যেহেতু আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি, আমি মর্নিং নিউজে ছিলাম—আমরাও কোনো দিন করি নাই। কিন্তু এখনো যে পরিস্থিতি, আগের মতোই অবস্থা। আমি বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাকটরি (সন্তোষজনক; কিন্তু এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে।’
১৭ এপ্রিল তারিখটায় পৌঁছুতে হলে মেলে ধরতে হয় ইতিহাসের ডানা। এই দিনটিতে বৈদ্যনাথতলা হয়ে ওঠে মুজিবনগর। কেন মুজিবনগর? মুজিব তো তখন নেই। তাকে গ্রেপ্তার করে জেলে ভরেছে ইয়াহিয়া। বিচারের নাম করে শেখ মুজিবকে হত্যা করার তোড়জোড় চলছে তখন। কিন্তু বাংলাদেশ সরকারের শপথ নেওয়ার জন্য যে জায়গাটি বেছে নেওয়া হলো...
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে আয়োজিত বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। আর পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ...
৫ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোর সংগ্রামে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। দেশে যেন আর ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র ফিরতে না পারে এবং একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যেই প্রণয়ন করা...
৬ ঘণ্টা আগেদাবিদাওয়া আদায়ে বিভিন্ন সময় আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলে একের পর এক কর্মসূচি নিয়ে মাঠে ছিলেন তাঁরা। সরকারি কর্মচারীদের এমন দলবদ্ধ আন্দোলনের পথ বন্ধ করতে সরকারি চাকরি আইন সংশোধন করছে অন্তর্বর্তী সরকার।
১৪ ঘণ্টা আগে