Ajker Patrika

বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সাহায্য করতে চায় জাতিসংঘ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৫: ২৪
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সাহায্য করতে চায় জাতিসংঘ 

বাংলাদেশে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সহযোগিতা করতে চায় জাতিসংঘ। আজ সোমবার দুপুরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাক্ষাৎ শেষে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতিতে কোন ধরনের সাহায্য ও সহযোগিতা প্রয়োজন, সে বিষয় জানতে চেয়েছেন গোয়েন লুইস। তাঁরা সব ধরনের সাহায্য ও সহযোগিতা করতে চান। 

তিনি আরও বলেন, এ ছাড়া রোহিঙ্গার সমস্যা নিয়েও কথা হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠী প্রতিদিনই তাদের লোকবল বাড়ছে। তাদের খাওয়ানো কষ্টকর হয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। 
 
সম্প্রতি দেশে সহিংস আন্দোলনের ঘটনা তদন্তে জাতিসংঘের প্রতিনিধিদল কবে নাগাদ আসবে, এ বিষয়ে তিনি বলেন, আগামী সপ্তাহে জাতিসংঘের প্রতিনিধিদল বাংলাদেশ আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত