আজকের পত্রিকা ডেস্ক
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রতিবছরের মতো এবারও সুখী দেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ১৪৭টি দেশ ঠাঁই পেয়েছে। এই দেশগুলোর মধ্যে বলা যায়, বাংলাদেশের অবস্থান একপ্রকার তলানিতেই। ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম। আর তালিকার শীর্ষ দেশ ফিনল্যান্ড এবং সবচেয়ে তলানির দেশ আফগানিস্তান।
ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ওয়েলবিং রিসার্চ সেন্টার ব্রিটিশ জরিপ সংস্থা গ্যালপ ও জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের সহায়তায় এই তালিকা প্রস্তুত করেছে। এ বছর এই তালিকা প্রস্তুত করা ক্ষেত্রে মানুষের সুখ বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের আদানপ্রদান, যত্ন, দয়া ইত্যাদির মতো বিষয় আমলে নেওয়া হয়েছে।
এই তালিকায় টানা ৮ম বারের মতো শীর্ষে অবস্থান করছে নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড। এই অঞ্চলেরই দেশ ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন আছে যথাক্রমে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে। ইউরোপের দেশ নেদারল্যান্ডস আছে তালিকার পঞ্চম স্থানে।
তালিকার ষষ্ঠ অবস্থানে আছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা, সপ্তম অবস্থানে আছে নরওয়ে। পরিহাসের বিষয় হলো, প্রায় দুই বছর ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়া ইসরায়েল আছে তালিকার অষ্টম স্থানে। নবম স্থানে আছে লুক্সেমবার্গ। প্রতিবেশী মেক্সিকো সুখী মানুষের দেশের তালিকায় শীর্ষ দশে থাকলেও এতে জায়গা হয়নি যুক্তরাষ্ট্রের।
এদিকে, তলানিতে থাকা শীর্ষ দেশগুলো হলো যথাক্রমে—আফগানিস্তান, সিয়েরা লিওন, লেবানন, মালাবি, জিম্বাবুয়ে, বতসোয়ানা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইয়েমেন, কমোরোস ও লেসেথো। তলানির শীর্ষ ১০-এ না থাকলেও বাংলাদেশ আছে কাছাকাছি। ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান ছাড়া সব দেশই এই তালিকায় বাংলাদেশর উপরে অবস্থান করছে। এই তালিকায় ভারত ১১৮তম, বাংলাদেশের ঠিক এক ধাপ আগে শ্রীলঙ্কা ১৩৩তম এবং নেপাল ৯২তম। মজার ব্যাপার হলো, সহিংসতায় জর্জরিত পাকিস্তান বাংলাদেশ ও ভারত দুই দেশের চেয়েই এগিয়ে। দেশটির অবস্থান তালিকার ১০৯ নম্বরে। তবে এই তালিকায় দক্ষিণ এশিয়ার অপর দুই দেশ ভুটান ও মালদ্বীপকে অন্তর্ভুক্ত করা হয়নি।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রতিবছরের মতো এবারও সুখী দেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ১৪৭টি দেশ ঠাঁই পেয়েছে। এই দেশগুলোর মধ্যে বলা যায়, বাংলাদেশের অবস্থান একপ্রকার তলানিতেই। ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম। আর তালিকার শীর্ষ দেশ ফিনল্যান্ড এবং সবচেয়ে তলানির দেশ আফগানিস্তান।
ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ওয়েলবিং রিসার্চ সেন্টার ব্রিটিশ জরিপ সংস্থা গ্যালপ ও জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের সহায়তায় এই তালিকা প্রস্তুত করেছে। এ বছর এই তালিকা প্রস্তুত করা ক্ষেত্রে মানুষের সুখ বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের আদানপ্রদান, যত্ন, দয়া ইত্যাদির মতো বিষয় আমলে নেওয়া হয়েছে।
এই তালিকায় টানা ৮ম বারের মতো শীর্ষে অবস্থান করছে নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড। এই অঞ্চলেরই দেশ ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন আছে যথাক্রমে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে। ইউরোপের দেশ নেদারল্যান্ডস আছে তালিকার পঞ্চম স্থানে।
তালিকার ষষ্ঠ অবস্থানে আছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা, সপ্তম অবস্থানে আছে নরওয়ে। পরিহাসের বিষয় হলো, প্রায় দুই বছর ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়া ইসরায়েল আছে তালিকার অষ্টম স্থানে। নবম স্থানে আছে লুক্সেমবার্গ। প্রতিবেশী মেক্সিকো সুখী মানুষের দেশের তালিকায় শীর্ষ দশে থাকলেও এতে জায়গা হয়নি যুক্তরাষ্ট্রের।
এদিকে, তলানিতে থাকা শীর্ষ দেশগুলো হলো যথাক্রমে—আফগানিস্তান, সিয়েরা লিওন, লেবানন, মালাবি, জিম্বাবুয়ে, বতসোয়ানা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইয়েমেন, কমোরোস ও লেসেথো। তলানির শীর্ষ ১০-এ না থাকলেও বাংলাদেশ আছে কাছাকাছি। ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান ছাড়া সব দেশই এই তালিকায় বাংলাদেশর উপরে অবস্থান করছে। এই তালিকায় ভারত ১১৮তম, বাংলাদেশের ঠিক এক ধাপ আগে শ্রীলঙ্কা ১৩৩তম এবং নেপাল ৯২তম। মজার ব্যাপার হলো, সহিংসতায় জর্জরিত পাকিস্তান বাংলাদেশ ও ভারত দুই দেশের চেয়েই এগিয়ে। দেশটির অবস্থান তালিকার ১০৯ নম্বরে। তবে এই তালিকায় দক্ষিণ এশিয়ার অপর দুই দেশ ভুটান ও মালদ্বীপকে অন্তর্ভুক্ত করা হয়নি।
বহুল প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা একরকম রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের সঙ্গে ‘জুলাই যোদ্ধাদের’ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেআন্দোলনের মুখে দুপুরে জাতীয় ঐকমত্য কমিশন জরুরি ঘোষণা দিয়েছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আন্দোলনরত ‘জুলাই বীর যোদ্ধাদের’ উদ্দেশে কথা বলেছেন।
১ ঘণ্টা আগেজাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের মূল মঞ্চের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশকে লাঠিপেটা করে অবস্থানকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায়। পরে বাইরে বিক্ষোভ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে সংসদের ব্যানারে জুলাই আন্দোলনের একটি অংশ অবস্থান নিয়েছে। তাঁরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে এ অবস্থান নেন।
২ ঘণ্টা আগে