Ajker Patrika

ভারতের নাগপুরে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৮: ৩২
ভারতের নাগপুরে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

বিজি-২২ ফ্লাইট ক্যাপ্টেনের হার্ট অ্যাটাক হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইট জরুরি ভারতের নাগপুরে অবতরণ করেছে। তবে ফ্লাইটের সব যাত্রী নিরাপদে আছেন।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে বিমান বাংলাদেশের ফ্লাইটটি ওমানের মাসকাট থেকে ঢাকার জন্য রওনা হয়েছিল। তবে পথে ক্যাপ্টেন নওশাত হার্ট অ্যাটাক করায় ফ্লাইটটি ঘুরে নাগপুরে জরুরি অবতরণ করে। 

বিমান বাংলাদেশে এয়ারলাইনসের এমডি ও সিইও ড. আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, ক্যাপ্টেন নওশাতের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। এরপর বিমানটি জরুরি অবতরণ করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। নতুন দুজন পাইলট একটি ফ্লাইট নিয়ে নাগপুর গিয়ে যাত্রীদের ফিরিয়ে আনবে। তাঁদের বিশ্রাম ও খাবারের ব্যবস্থা করেছে বিমান। 

এর আগে, বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। তবে ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত