Ajker Patrika

হজে যাওয়া নির্ভর করছে দ্বিপক্ষীয় হজ চুক্তির ওপর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৮: ২৮
হজে যাওয়া নির্ভর করছে দ্বিপক্ষীয় হজ চুক্তির ওপর

চলতি বছরের হজে বাংলাদেশের অংশগ্রহণ সরকারের সঙ্গে সৌদি সরকারের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় হজ চুক্তি সম্পাদিত হলে, বাংলাদেশ থেকে কতজন হজ পালনের সুযোগ পাবেন, তা জানা যাবে। বাংলাদেশ এই বিষয়ে সৌদি সরকারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছে। আমরা আশাবাদী এই বছর বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজে যেতে পারবেন, ইনশা আল্লাহ।’ 

আজ বুধবার একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে সরকারদলীয় সাংসদ বেনজীর আহমেদের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। 

নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, গত পাঁচ বছরে হজে অনিয়মের কারণে ৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও ৩৬টি হজ এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় হজ ও ওমরাহ নীতিতে অনিয়মের কারণে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করার বিধান না থাকায় অনিয়মের কারণে ধর্ম মন্ত্রণালয় থেকে গত পাঁচ বছরে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করা হয়নি। তবে জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী ২০১৯ সালের হজে অনিয়মের কারণে ৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া ৩৬টি হজ এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। 

তিনি বলেন, গত ২৪ জুন হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ গেজেট আকারে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে কোনো এজেন্সির বিরুদ্ধে অনিয়ম উত্থাপিত হলে প্রণীত আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুর-১ আসনের সাংসদ মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের উত্তরে ফরিদুল হক খান বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি ও ভবিষ্যতেও এই ধরনের কোনো প্রকল্প গ্রহণের পরিকল্পনা আপাতত নেই। 

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় মডেল মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ের কাজ চলমান রয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি বছর মসজিদটি উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত