নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি বছরের হজে বাংলাদেশের অংশগ্রহণ সরকারের সঙ্গে সৌদি সরকারের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় হজ চুক্তি সম্পাদিত হলে, বাংলাদেশ থেকে কতজন হজ পালনের সুযোগ পাবেন, তা জানা যাবে। বাংলাদেশ এই বিষয়ে সৌদি সরকারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছে। আমরা আশাবাদী এই বছর বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজে যেতে পারবেন, ইনশা আল্লাহ।’
আজ বুধবার একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে সরকারদলীয় সাংসদ বেনজীর আহমেদের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, গত পাঁচ বছরে হজে অনিয়মের কারণে ৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও ৩৬টি হজ এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় হজ ও ওমরাহ নীতিতে অনিয়মের কারণে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করার বিধান না থাকায় অনিয়মের কারণে ধর্ম মন্ত্রণালয় থেকে গত পাঁচ বছরে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করা হয়নি। তবে জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী ২০১৯ সালের হজে অনিয়মের কারণে ৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া ৩৬টি হজ এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, গত ২৪ জুন হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ গেজেট আকারে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে কোনো এজেন্সির বিরুদ্ধে অনিয়ম উত্থাপিত হলে প্রণীত আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর-১ আসনের সাংসদ মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের উত্তরে ফরিদুল হক খান বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি ও ভবিষ্যতেও এই ধরনের কোনো প্রকল্প গ্রহণের পরিকল্পনা আপাতত নেই।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় মডেল মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ের কাজ চলমান রয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি বছর মসজিদটি উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা যায়।
চলতি বছরের হজে বাংলাদেশের অংশগ্রহণ সরকারের সঙ্গে সৌদি সরকারের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় হজ চুক্তি সম্পাদিত হলে, বাংলাদেশ থেকে কতজন হজ পালনের সুযোগ পাবেন, তা জানা যাবে। বাংলাদেশ এই বিষয়ে সৌদি সরকারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছে। আমরা আশাবাদী এই বছর বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজে যেতে পারবেন, ইনশা আল্লাহ।’
আজ বুধবার একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে সরকারদলীয় সাংসদ বেনজীর আহমেদের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, গত পাঁচ বছরে হজে অনিয়মের কারণে ৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল ও ৩৬টি হজ এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় হজ ও ওমরাহ নীতিতে অনিয়মের কারণে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করার বিধান না থাকায় অনিয়মের কারণে ধর্ম মন্ত্রণালয় থেকে গত পাঁচ বছরে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করা হয়নি। তবে জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ী ২০১৯ সালের হজে অনিয়মের কারণে ৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া ৩৬টি হজ এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, গত ২৪ জুন হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ গেজেট আকারে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে কোনো এজেন্সির বিরুদ্ধে অনিয়ম উত্থাপিত হলে প্রণীত আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর-১ আসনের সাংসদ মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের উত্তরে ফরিদুল হক খান বলেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি ও ভবিষ্যতেও এই ধরনের কোনো প্রকল্প গ্রহণের পরিকল্পনা আপাতত নেই।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় মডেল মসজিদের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ের কাজ চলমান রয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি বছর মসজিদটি উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা যায়।
অনুমতি ছাড়াই বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটিতে নাম অন্তর্ভুক্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন প্রবীণ সাংবাদিক ও সম্পাদক নূরুল কবির। একই সঙ্গে তিনি তথ্য মন্ত্রণালয়ের কাছে তাঁর নাম প্রেস কাউন্সিলের তালিকা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।
৬ মিনিট আগেগভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘এটা ওপরে একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতমভাবে পরিবর্তন। সেই গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরেফিরে সে চলে আসবে, যতই আমরা সামাল
৩৪ মিনিট আগেসরকার পেশাদার কূটনীতিক মিয়া মো. মাইনুল কবিরকে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত করেছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) তিনি নাইজেরিয়ার রাজধানী আবুজায় বাংলাদেশ হাইকমিশনে যোগদান করেছেন।
৪০ মিনিট আগেবিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা জননিরাপত্তা বিভাগের সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসকে অসদাচরণ ও পলায়নের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
১ ঘণ্টা আগে