আজকের পত্রিকা ডেস্ক
আগামী সোমবার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত ছিল হুমায়ুন কবির নোমানের। বাড়িতে সাজসজ্জার কাজ চলছিল। এ জন্য মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন ওয়েল্ডিং মিস্ত্রি আনতে। পথে বাসচাপায় প্রাণ হারান তিনি। গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা।
এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ে ভোরে খেজুরের রস পান করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বন্ধু। চট্টগ্রামের মিরসরাইয়ে বাসচাপায় নিহত হয়েছেন তিন মোটরসাইকেল আরোহী।
কক্সবাজারের চকরিয়ায় নিহত হুমায়ুন (২৫) ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর গ্রামের বশির আহমদের ছেলে। তিনি ওয়ার্ড যুবদলের সহসভাপতি।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে মালুমঘাট বাজারে যাচ্ছিলেন হুমায়ুন। উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সাফারি পার্ক এলাকায় পৌঁছালে একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হুমায়ুন।
মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।’
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিহত তিন বন্ধু হলেন উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাশ (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে ও কাশিয়ানী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র বিশাল নাগ (১৬) এবং মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।
পরিবারের বরাত দিয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, খেজুরের রস পান করতে ভোরে মোটরসাইকেল নিয়ে বের হন তিন বন্ধু। তাঁরা মুকসুদপুর উপজেলার কালিনগর যাওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানীর হিরণ্যকান্দি পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে নিহত তিনজন হলেন উপজেলার মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের নিপ্পু বড়ুয়া (৪৩) ও সানি বড়ুয়া (৩৭)।
মায়ানী ইউনিয়ন বিএনপির নেতা আশরাফ উদ্দিন জানান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুবেল বড়ুয়াসহ অন্য দুজন বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডে একটি হোটেলে নাশতা করতে যান। নাশতা করে ফেরার পথে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তাঁরা।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে।
[প্রতিবেদনটি তৈরি করতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম; গোপালগঞ্জ ও চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি]
আগামী সোমবার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত ছিল হুমায়ুন কবির নোমানের। বাড়িতে সাজসজ্জার কাজ চলছিল। এ জন্য মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন ওয়েল্ডিং মিস্ত্রি আনতে। পথে বাসচাপায় প্রাণ হারান তিনি। গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা।
এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ে ভোরে খেজুরের রস পান করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বন্ধু। চট্টগ্রামের মিরসরাইয়ে বাসচাপায় নিহত হয়েছেন তিন মোটরসাইকেল আরোহী।
কক্সবাজারের চকরিয়ায় নিহত হুমায়ুন (২৫) ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর গ্রামের বশির আহমদের ছেলে। তিনি ওয়ার্ড যুবদলের সহসভাপতি।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে মালুমঘাট বাজারে যাচ্ছিলেন হুমায়ুন। উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সাফারি পার্ক এলাকায় পৌঁছালে একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হুমায়ুন।
মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।’
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিহত তিন বন্ধু হলেন উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাশ (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে ও কাশিয়ানী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র বিশাল নাগ (১৬) এবং মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।
পরিবারের বরাত দিয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, খেজুরের রস পান করতে ভোরে মোটরসাইকেল নিয়ে বের হন তিন বন্ধু। তাঁরা মুকসুদপুর উপজেলার কালিনগর যাওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানীর হিরণ্যকান্দি পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে নিহত তিনজন হলেন উপজেলার মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের নিপ্পু বড়ুয়া (৪৩) ও সানি বড়ুয়া (৩৭)।
মায়ানী ইউনিয়ন বিএনপির নেতা আশরাফ উদ্দিন জানান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুবেল বড়ুয়াসহ অন্য দুজন বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডে একটি হোটেলে নাশতা করতে যান। নাশতা করে ফেরার পথে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তাঁরা।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে।
[প্রতিবেদনটি তৈরি করতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম; গোপালগঞ্জ ও চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি]
নির্বাচন ঘিরে দেশে গুজব ও অপতথ্য ছড়ানোসহ বড় ধরনের সাইবার ক্রাইমের আশঙ্কা করছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
৩৫ মিনিট আগেসাংবাদিকদের বিরুদ্ধে হত্যা ও মিথ্যা মামলা নিয়ে অন্তর্বর্তী সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। আজ রোববার (৪ মে) সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ‘সাহসী নতুন বাংলাদেশ: গণমাধ্যমের স্বাধীনতার রোডম্যাপ
১ ঘণ্টা আগেবিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কসংক্রান্ত সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ) ধারার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন।
২ ঘণ্টা আগে২০১৮ সালের বহুল আলোচিত কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় আবারও সামনে এসেছে। এবার সেই ঘটনার তদন্ত ও বিচার চেয়ে মামলা করা হয়েছে ঢাবির সাবেক দুই উপাচার্যসহ মোট ১৩ জনের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে