নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) বহুল আলোচিত ‘৪০০ কোটি টাকার মালিক’ জাহাঙ্গীর আলমের দুটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলমের দুটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্রের হিসাব থেকে দেখা যায়, এই হিসাবগুলোতে মোট ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৩২৯ টাকা রয়েছে।
তাঁর এই দুই ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল।
আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলম ঢাকায় নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। তিনি তাঁর মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ আটটি ব্যাংক অ্যাকাউন্টের ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা বা ক্রেডিট ও জমা করা অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় দুদকের আইনে মামলা করা হয়।
এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর অবৈধভাবে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার সম্পদ অর্জনের অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করে দুদক।
একই সঙ্গে তাঁর স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ উপায়ে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে আরেকটি মামলা করা হয়।
ওই মামলার তদন্ত করতে গিয়ে জানা যায়, জাহাঙ্গীরের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রে বিপুল অর্থ জমা রয়েছে। এই অর্থ তিনি যেকোনো সময় হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পারে দুদক। এ কারণে সেসব অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে গত ৩০ জানুয়ারি জাহাঙ্গীর ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।
গত বছরের ১৪ জুলাই সংবাদ সম্মেলনে দুর্নীতির বিষয়ে কথা বলতে গিয়ে নিজের পিয়নের ৪০০ কোটি টাকার মালিক হওয়ার তথ্য দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাহাঙ্গীর আলম শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়।
শেখ হাসিনা বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার জন্য যে খাবার পানি বাসা থেকে নেওয়া হতো, সেটা বহন করতেন জাহাঙ্গীর। সে কারণে তিনি ‘পানি জাহাঙ্গীর’ নামে পরিচিতি পান।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) বহুল আলোচিত ‘৪০০ কোটি টাকার মালিক’ জাহাঙ্গীর আলমের দুটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলমের দুটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্রের হিসাব থেকে দেখা যায়, এই হিসাবগুলোতে মোট ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৩২৯ টাকা রয়েছে।
তাঁর এই দুই ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল।
আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলম ঢাকায় নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। তিনি তাঁর মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ আটটি ব্যাংক অ্যাকাউন্টের ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা বা ক্রেডিট ও জমা করা অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় দুদকের আইনে মামলা করা হয়।
এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর অবৈধভাবে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার সম্পদ অর্জনের অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করে দুদক।
একই সঙ্গে তাঁর স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ উপায়ে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে আরেকটি মামলা করা হয়।
ওই মামলার তদন্ত করতে গিয়ে জানা যায়, জাহাঙ্গীরের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রে বিপুল অর্থ জমা রয়েছে। এই অর্থ তিনি যেকোনো সময় হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পারে দুদক। এ কারণে সেসব অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে গত ৩০ জানুয়ারি জাহাঙ্গীর ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।
গত বছরের ১৪ জুলাই সংবাদ সম্মেলনে দুর্নীতির বিষয়ে কথা বলতে গিয়ে নিজের পিয়নের ৪০০ কোটি টাকার মালিক হওয়ার তথ্য দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাহাঙ্গীর আলম শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়।
শেখ হাসিনা বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার জন্য যে খাবার পানি বাসা থেকে নেওয়া হতো, সেটা বহন করতেন জাহাঙ্গীর। সে কারণে তিনি ‘পানি জাহাঙ্গীর’ নামে পরিচিতি পান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ভোটকেন্দ্র কিছুটা বাড়লেও কমেছে ভোট কক্ষের সংখ্যা।
১১ মিনিট আগেপূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। আজ বুধবার সকালে লকারটি জব্দ করা হয়েছে।
২ ঘণ্টা আগেগার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনে চাকরির প্রলোভনে কিরগিজস্তানে যাওয়ার পরে সেখানে কাজ না পাওয়া ও প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক বিশেষ এক ফ্লাইটে দেশটির রাজধানী বিশকেক থেকে দেশে ফিরেছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টায় এক বিশেষ ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত...
৪ ঘণ্টা আগেচিকিৎসক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স আগের মতো সাধারণ প্রার্থীদের থেকে দুই বছর বেশি (৩৪ বছর) নির্ধারণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বিভিন্ন করপোরেশন ও সরকারি প্রতিষ্ঠানে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডসহ বিশেষায়িত কিছু পদে সরাসরি নিয়োগের বয়সসীমাও আগের মতো...
১৩ ঘণ্টা আগে