Ajker Patrika

প্রধানমন্ত্রীর সঙ্গে আজরা জেয়ার সাক্ষাতে নির্বাচন নিয়ে আলোচনা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ১১
প্রধানমন্ত্রীর সঙ্গে আজরা জেয়ার সাক্ষাতে নির্বাচন নিয়ে আলোচনা

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন করার ওপর ফের জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপকালে এই মনোভাবের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।

পরে আজরা জেয়া এক্স-পোস্টে (সাবেক টুইটার) জানান, তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং দুই দেশের অংশীদারত্বের বিষয়ে আলাপ করেছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শীর্ষ ব্যক্তি কাউন্সিলর ডেরেক শোল পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে এবং আজরা জেয়া পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে নিউইয়র্কে সোমবার বৈঠক করেন। বৈঠকে তাঁরা বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন ও মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দেন।

ঢাকায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র সারা বিশ্বে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণতন্ত্রের উন্নয়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে শেখ হাসিনার অঙ্গীকারকে সমর্থনকে করে।

গত জুলাইয়ে ঢাকা সফরে আজরা জেয়া সংঘাত পরিহার করে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান।

বৈঠকে মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় ১০ লাখ মানুষকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার জন্য আজরা জেয়া প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত