Ajker Patrika

তিন দিনের সফরে ঢাকায় ভারতীয় বিমানবাহিনীর প্রধান 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩: ০৩
তিন দিনের সফরে ঢাকায় ভারতীয় বিমানবাহিনীর প্রধান 

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী (পিভিএসএম, এভিএসএম, ভিএম, এডিসি)। বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে আজ সোমবার ঢাকায় আসেন তিনি। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় বিমানবাহিনীর প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাঁর সঙ্গে তিন সদস্যের প্রতিনিধিদল রয়েছে। এ ছাড়া তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান বিমান ঘাঁটিও পরিদর্শন করবেন। এ ছাড়া সফরসূচি অনুযায়ী ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। 

ভারতীয় বিমানবাহিনীর প্রধানের তিন দিনের এই ঢাকা সফর ভারত-বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত