Ajker Patrika

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাসপাতালে ভর্তি খালেদা জিয়া 

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়। 

জাহিদ হোসেন বলেন, হাসপাতালে আনার পর বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা করেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা। এরপর তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ওনার আরো কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। সেজন্য তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন বোর্ডের চিকিৎসকেরা। 

এর আগে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়। কিছু পরীক্ষা নিরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার পর সেদিন রাতেই তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হয়। এক মাসের ব্যবধানে আবারো হাসপাতালে আনা হলো তাকে। 

খালেদা জিয়াকে হাসপাতালে আনার কারণ জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, ‘উনার (খালেদা জিয়া) মাঝে মাঝেই কিছু জটিলতা বেড়ে যায়। সেজন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন পড়ে, যা বাসায় থেকে করা সম্ভব হয না। এবারও সেজন্যই তাকে হাসপাতালে আনা হয়েছে।’

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তাঁর সুস্থতাকে ‘সাময়িক’ বলে দাবি করেন জাহিদ হোসেন। তিনি বলেন, উনার সুস্থতা ক্ষণিকের বিষয়। উনি যে সুস্থ আছেন, সেই সুস্থতা আপনার আমার মত নয়। উনি একজন লিভার ডিজিসের রোগী, কিডনির রোগী, হার্টসহ আরো নানা রোগ আছে তাঁর। শারীরিকভাবেও তাঁর নানা সীমাবদ্ধতা রয়েছে। তারপরেও এতগুলো অসুখ নিয়েও উনি মোটামুটি ভালো আছেন। তবে ওনার পরিপূর্ণ সুস্থতার জন্য লিভার ট্রান্সপ্লান্টেশন জরুরি। এজন্য তাকে দেশের বাইরের উন্নত চিকিৎসা কেন্দ্রে নিতে হবে। দল ও পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে ইতিবাচক সাড়া আসবে বলে আমরা প্রত্যাশা করি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত