নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একই বা কাছাকাছি নামে রাজনৈতিক দল নিবন্ধন না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি পাঠিয়েছেন গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মো. নুরুল হক নুর। আজ মঙ্গলবার তিনি এ চিঠি পাঠান।
সিইসিকে দেওয়া চিঠিতে নুর লেখেন, ‘আমরা জানতে পেরেছি, গণঅধিকার পরিষদের অপসারিত আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও তাঁর অনুসারীরা সচিবকে লাঞ্ছিত করে চাপ প্রয়োগের মাধ্যমে ইসি থেকে নিবন্ধন নিতে চায়, যা অত্যন্ত গর্হিত কাজ।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আদালতের আদেশে এবি পার্টি নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পায়। এ ছাড়া আবেদন পুনরায় বিবেচনা করে নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদকে (জিওপি) গতকাল সোমবার নিবন্ধন দেয় কমিশন। এ সময় রেজা কিবরিয়ার অংশও নিবন্ধনের জন্য ইসিতে আসে। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন না পাওয়া অন্যান্য দলের প্রতিনিধিরাও ইসিতে ভিড় জমাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নতুন দলগুলো নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) ভিড় করছে। সেই চাপ সামলাতে মঙ্গলবার সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবেশে কড়াকড়ি ছিল। সকাল থেকে নির্বাচন ভবনে গেটে সেনাসদস্য ও থানা-পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। সবার পরিচয় নিশ্চিত হয়ে তারপর ভেতরে প্রবেশের অনুমতি দেন। ইসি সচিব শফিউল আজিম অফিসে না আসায় নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর প্রতিনিধিরা নির্বাচন ভবনের নিচতলায় অপেক্ষা করতে থাকেন। শেষ পর্যন্ত ইসি সচিব অফিসে আসেননি। অফিস করেননি নির্বাচন কমিশনার মো. আলমগীর। এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বেলা ১টার দিকে অফিস ত্যাগ করেন। তাই ইসির অতিরিক্ত (চুক্তি বাতিল) সচিব অশোক কুমার দেবনাথ নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।
এ বিষয়ে অশোক কুমার দেবনাথ বলেন, যে কয়টি নতুন দলের প্রতিনিধিরা এসেছিলেন, তাঁদের কথা শুনেছি। সে হিসেবে কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত দেবে।
রেজা কিবরিয়া অংশের গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধিরা ইসিতে আসেন।
একই বা কাছাকাছি নামে রাজনৈতিক দল নিবন্ধন না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি পাঠিয়েছেন গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মো. নুরুল হক নুর। আজ মঙ্গলবার তিনি এ চিঠি পাঠান।
সিইসিকে দেওয়া চিঠিতে নুর লেখেন, ‘আমরা জানতে পেরেছি, গণঅধিকার পরিষদের অপসারিত আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও তাঁর অনুসারীরা সচিবকে লাঞ্ছিত করে চাপ প্রয়োগের মাধ্যমে ইসি থেকে নিবন্ধন নিতে চায়, যা অত্যন্ত গর্হিত কাজ।’
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আদালতের আদেশে এবি পার্টি নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পায়। এ ছাড়া আবেদন পুনরায় বিবেচনা করে নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদকে (জিওপি) গতকাল সোমবার নিবন্ধন দেয় কমিশন। এ সময় রেজা কিবরিয়ার অংশও নিবন্ধনের জন্য ইসিতে আসে। এখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন না পাওয়া অন্যান্য দলের প্রতিনিধিরাও ইসিতে ভিড় জমাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নতুন দলগুলো নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) ভিড় করছে। সেই চাপ সামলাতে মঙ্গলবার সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রবেশে কড়াকড়ি ছিল। সকাল থেকে নির্বাচন ভবনে গেটে সেনাসদস্য ও থানা-পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। সবার পরিচয় নিশ্চিত হয়ে তারপর ভেতরে প্রবেশের অনুমতি দেন। ইসি সচিব শফিউল আজিম অফিসে না আসায় নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর প্রতিনিধিরা নির্বাচন ভবনের নিচতলায় অপেক্ষা করতে থাকেন। শেষ পর্যন্ত ইসি সচিব অফিসে আসেননি। অফিস করেননি নির্বাচন কমিশনার মো. আলমগীর। এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বেলা ১টার দিকে অফিস ত্যাগ করেন। তাই ইসির অতিরিক্ত (চুক্তি বাতিল) সচিব অশোক কুমার দেবনাথ নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।
এ বিষয়ে অশোক কুমার দেবনাথ বলেন, যে কয়টি নতুন দলের প্রতিনিধিরা এসেছিলেন, তাঁদের কথা শুনেছি। সে হিসেবে কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত দেবে।
রেজা কিবরিয়া অংশের গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধিরা ইসিতে আসেন।
বন্ড সুবিধায় কাঁচামাল আমদানির নামে প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকা শুল্ক ফাঁকির প্রমাণ পেয়েছে ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেট। অভিযুক্ত প্রতিষ্ঠানটি হচ্ছে, গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মেসার্স নেত্রকোনা অ্যাক্সেসরিজ লিমিটেড। ঢাকা উত্তর বন্ড কমিশনারেটের সাম্প্রতিক অভিযানে জানা যায়, প্রতিষ্ঠানটি...
১ সেকেন্ড আগেট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকসহ দেশের বিভিন্ন জেলায় আগামীকাল রোববার থেকে পণ্য বিক্রয় কার্যক্রম...
৪ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১৭ ঘণ্টা আগেসব ঠিক থাকলে মাস ছয়েক পরে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট সব সংস্থা। পুলিশও প্রস্তুতি নিচ্ছে তাদের দায়িত্ব পালনে। এ জন্য ভোটের মাঠে যেসব উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) দায়িত্ব পালন করবেন,
১৭ ঘণ্টা আগে