Ajker Patrika

রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৯: ২৮
আরসা প্রধান ও তাঁর কয়েকজন সহযোগী গ্রেপ্তার। ছবি: র‍্যাব
আরসা প্রধান ও তাঁর কয়েকজন সহযোগী গ্রেপ্তার। ছবি: র‍্যাব

মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ–আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব–১১। এ ছাড়া তাঁর আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব সদর দপ্তরের আইন ও গনমাধ্যম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানা–পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন– মিয়ানমারের আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা, হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)।

প্রেপ্তারকৃতদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে এফআইআর (নং ২৯) করেছে। মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সদস্যরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা, ধারালো চাকু ও চেইন উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১ কিমি খোঁড়ার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত