Ajker Patrika

ইসিতে ডিসি-এসপিদের হইচই, ‘ভুল বোঝাবুঝি’ বলছেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৮: ৫৮
ইসিতে ডিসি-এসপিদের হইচই, ‘ভুল বোঝাবুঝি’ বলছেন সিইসি

মতবিনিময় সভায় এক নির্বাচন কমিশনারের বক্তব্য নিয়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ নিয়ে এত চিন্তার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘হয়তো সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়েছে।। এটা নিয়ে এত চিন্তা ভাবনার কোনো কারণ নাই। এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না।’ 

গত শনিবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় বিগত ভোট ও জেলা পরিষদ ভোটে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের বিষয়টি নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তখনই সভাকক্ষে হইচই শুরু হয়। ডিসি এসপিদের আপত্তির মুখে সেই কমিশনার বলেন, আপনারা আমার বক্তব্য শুনতে চান কি না? জবাবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা নেতিবাচক সাড়া দিলে বক্তব্য থামিয়ে ডায়াস ছেড়ে চলে যান তিনি।

এর আগে গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ওই ঘটনায় তিনি বিব্রত হলেও বিচলিত নন। ইসি আনিছুরের কথা ডিসি-এসপিদের ভালো লাগেনি। তবে কথাগুলো সত্য এবং অমূলক নয় বলে মনে করেন এই নির্বাচন কমিশনার ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত