Ajker Patrika

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আদালতে আরেক মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আদালতে আরেক মামলা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে আদালতে আরেকটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করা হয়।

মো. মুজাহিদুর রহমান নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী বাদীর জবানবন্দি গ্রহণ করে ধানমন্ডি থানাকে বাদীর অভিযোগ এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। 

ওই আদালতের সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করার অভিযোগে মোজাহিদুর রহমান এই মামলা দায়ের করেছেন। আদালত ধানমন্ডি থানাকে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী ৮৫ হাজার টাকা মূল্যের দুই টনের এসি এবং ২৫ হাজার টাকা মূল্যের একটি কাঠের টি টেবিল অর্ডার করেন। গত বছর ১১ জুলাই এসি বাবদ ৮৫ হাজার এবং ২২ জুলাই টেবিলের দুই হাজার টাকা ছাড় বাবদ ২৩ হাজার টাকা পাঠান। পণ্য দুটি ৪৫ দিনের মধ্যে ডেলিভারি করবে বলে প্রতিষ্ঠানটির শর্ত ছিল। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি পণ্য দুটি ডেলিভারি করেনি। এ জন্য বাদী ইভ্যালির সিইও রাসেলকে লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশ পাওয়ার পর প্রতিষ্ঠানটি টেবিলের টাকা ফেরত দেয়। কিন্তু এসির বিষয়ে তারা কোনো সমাধান করেনি। এরপর বাদী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে। গত ২৫ মে ইভ্যালির পক্ষ থেকে জানানো হয়, তারা বাদীর ৮৫ হাজার টাকা মূল্যের এসি সরবরাহ করতে পারবে না।

উল্লেখ্য ধানমন্ডি থানায় দায়ের করা আরেকটি প্রতারণার মামলায় রাসেল রিমান্ডে আছেন। তাঁর স্ত্রীকে রিমান্ড শেষে গত মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ১৫ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর গুলশান থানায় রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী গ্রাহক আরিফ বাকের। পরদিন বিকেলে মোহাম্মদপুরের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। গুলশানের মামলায় দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ইভ্যালির এমডি রাসেলের বিরুদ্ধে গত মঙ্গলবার যশোরে চেক প্রতারণার অভিযোগে একটি মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

চীনের সহায়তায় বিদ্রোহীদের কাছে হারানো অঞ্চল আবার দখলে নিচ্ছে মিয়ানমার

এলাকার খবর
Loading...