নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ে থেকে ফেরা করোনায় আক্রান্ত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্য ওমিক্রনে আক্রান্ত কি না, খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে তাঁদের নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
গতকাল সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, গত ১ ডিসেম্বর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে থেকে দেশে ফেরে নারী ক্রিকেট দল। পরে তাঁদের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। সেখানেই তিন দফায় ১, ৩ ও ৫ ডিসেম্বর আরটি-পিসিআরে সবার নমুনা পরীক্ষা করা হয়। শেষ পরীক্ষায় দুই জনের ফলাফল পজিটিভ আসে। বর্তমানে সবাই আইসোলেশনে। আক্রান্ত দুজনের সঙ্গে কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। কী কী উপসর্গ রয়েছে সেগুলোও দেখা হচ্ছে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপ দেখা দেওয়ার পর ছড়িয়ে পড়ে ওই অঞ্চলের ছয় দেশে, যাদের সঙ্গে আপাতত সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ। ধরনটি এখন পর্যন্ত ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে এশিয়ার ভারতসহ অন্তত ৪০টি দেশে শনাক্ত হয়েছে। এমতাবস্থায় জিম্বাবুয়ে থেকে আসা নারী ক্রিকেটারদের মাধ্যমে দেশে ওমিক্রন প্রবেশের শঙ্কা তৈরি হয়েছে।
এর আগে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় বাতিল হয়ে যায় জিম্বাবুয়েতে চলতে থাকা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো। এক ম্যাচ বাকি থাকতেই পরদিনই দেশের উদ্দেশে রওনা দিয়েছিল নিগার সুলতানরা দল।
বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে তিন ম্যাচের দুটিতে জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারানোর পর ২৭০ রানে উড়িয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। ওই ম্যাচে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন শারমিন আক্তার সুপ্তা (লিস্ট ‘এ’ সেঞ্চুরি)।
তৃতীয় ম্যাচে অবশ্য থাইল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ১৬ রানে হারে বাংলাদেশ। শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলার কথা ছিল সালমা-জাহানারাদের। কিন্তু তার আগেই আইসিসি বাতিল করে বাছাইপর্বের বাকি ম্যাচগুলো।
জিম্বাবুয়ে থেকে ফেরা করোনায় আক্রান্ত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্য ওমিক্রনে আক্রান্ত কি না, খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে তাঁদের নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
গতকাল সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, গত ১ ডিসেম্বর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে থেকে দেশে ফেরে নারী ক্রিকেট দল। পরে তাঁদের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। সেখানেই তিন দফায় ১, ৩ ও ৫ ডিসেম্বর আরটি-পিসিআরে সবার নমুনা পরীক্ষা করা হয়। শেষ পরীক্ষায় দুই জনের ফলাফল পজিটিভ আসে। বর্তমানে সবাই আইসোলেশনে। আক্রান্ত দুজনের সঙ্গে কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। কী কী উপসর্গ রয়েছে সেগুলোও দেখা হচ্ছে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপ দেখা দেওয়ার পর ছড়িয়ে পড়ে ওই অঞ্চলের ছয় দেশে, যাদের সঙ্গে আপাতত সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ। ধরনটি এখন পর্যন্ত ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে এশিয়ার ভারতসহ অন্তত ৪০টি দেশে শনাক্ত হয়েছে। এমতাবস্থায় জিম্বাবুয়ে থেকে আসা নারী ক্রিকেটারদের মাধ্যমে দেশে ওমিক্রন প্রবেশের শঙ্কা তৈরি হয়েছে।
এর আগে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় বাতিল হয়ে যায় জিম্বাবুয়েতে চলতে থাকা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো। এক ম্যাচ বাকি থাকতেই পরদিনই দেশের উদ্দেশে রওনা দিয়েছিল নিগার সুলতানরা দল।
বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে তিন ম্যাচের দুটিতে জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারানোর পর ২৭০ রানে উড়িয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। ওই ম্যাচে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরি পেয়েছিলেন শারমিন আক্তার সুপ্তা (লিস্ট ‘এ’ সেঞ্চুরি)।
তৃতীয় ম্যাচে অবশ্য থাইল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ১৬ রানে হারে বাংলাদেশ। শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলার কথা ছিল সালমা-জাহানারাদের। কিন্তু তার আগেই আইসিসি বাতিল করে বাছাইপর্বের বাকি ম্যাচগুলো।
সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দলের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে।
৯ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
১০ ঘণ্টা আগেজাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯ টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। এসব পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে।
১৩ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, নারী প্রতিনিধিত্ব ও রাষ্ট্রপতির ক্ষমতাসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অগ্রগতি হয়েছে। তবে এখনো কিছু বিষয়ে আলোচনা বাকি রয়েছে, যেগুলো আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) চূড়ান্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
১৩ ঘণ্টা আগে