Ajker Patrika

আনসার ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

আনসার বাহিনীর ভেতরে সংঘটিত অপরাধের জন্য দুটি আদালত গঠনের বিধান রেখে নতুন একটি আইনের খসড়া অনুমোদন করেছে সরকার। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, বাহিনীর সদস্যরা অপরাধ করলে দুটি আদালত থাকবে। একটি সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালত, আরেকটি বিশেষ আনসার ব্যাটালিয়ন আদালত। 

আনোয়ারুল জানান, সাধারণ অপরাধের বিচার হবে সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালতে। এসব অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। আর শৃঙ্খলা সংক্রান্ত অপরাধ বা বিদ্রোহের বিচার হবে বিশেষ আনসার আদালতে। এই আদালত সর্বোচ্চ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা ন্যূনতম পাঁচ বছরের জেল দিতে পারবে। 

এই দুই আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে একটি আপিল ট্রাইব্যুনালও থাকবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত