Ajker Patrika

পশ্চিমা দেশগুলো রোহিঙ্গা প্রত্যাবর্তনে বিরোধিতাকারীদের সহযোগিতা করছে: রুশ রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৫৪
পশ্চিমা দেশগুলো রোহিঙ্গা প্রত্যাবর্তনে বিরোধিতাকারীদের সহযোগিতা করছে: রুশ রাষ্ট্রদূত

মিয়ানমারে চীনের প্রভাবে ভীত হয়ে বিরোধী পশ্চিমা দেশগুলো রাখাইনে সমস্যা তৈরি করছে বলে দাবি করেছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যান্তিৎস্কি। দেশগুলোর এসব তৎপরতা থেকে বাংলাদেশের জন্য ভালো কিছু হবে কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাখাইনে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘আরাকান আর্মি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের রাখাইনে ফেরার বিপক্ষে। কারা এই আরাকান আর্মিকে সহযোগিতা করছে?’ 

ম্যান্তিৎস্কি বলেন, রোহিঙ্গাদের রাখাইনে পাঠাতে চীনের নেতৃত্বে বাংলাদেশ ও মিয়ানমারের যে ত্রিপক্ষীয় উদ্যোগ, তার বিরোধিতা করে থাকে পশ্চিমা দেশগুলো ও তাদের সমর্থিত বিভিন্ন সংস্থা। এসব দেশ রাখাইনে চলমান সংঘর্ষে আরাকান আর্মিকে সহযোগিতা করছে। 
 
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও জাপানসহ কয়েকটি দেশ রোহিঙ্গাদের নিজ নিজ দেশে নেওয়ার কথা বলে। কিন্তু কতজনকে এ পর্যন্ত নিয়েছে তাঁরা, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। 
 
ইউক্রেন প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ বিষয়ে দেশটির সঙ্গে যুদ্ধরত রাশিয়ার কী অবস্থান, এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার ‘শান্তির জন্য’ পশ্চিমারা যে প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়নে সমর্থন চাইতে জেলেনস্কি বৈঠকটি চেয়েছেন।

এসব ক্ষেত্রে পশ্চিমারা ‘দ্বৈত ভূমিকা’ নিয়ে থাকে, এমন মন্তব্য করে আলেক্সান্ডার ম্যান্তিৎস্কি বলেন, ‘বিশ্বের সব দেশের একই আন্তর্জাতিক রীতি-নীতি (রুলস-বেইজড অর্ডার) মেনে চলার কথা তারা বলে থাকে। কিন্তু গাজায় তারা কী করছে? বিভিন্ন মূল্যবোধের কথা তারা বলে থাকে। কিন্তু তাদের নিজেদের দেশে এসব মূল্যবোধ বাস্তবায়নের কী অবস্থা?’ 

বাংলাদেশে রুশ ঋণে চলমান প্রকল্পগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চলতি বছরের শেষদিকে চালু হবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।

আর রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মুখে বাংলাদেশের সঙ্গে ডলারে লেনদেনে যে অসুবিধা চলছে, সে বিষয়ে রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আলোচনা চালিয়ে যাচ্ছে। 

চীনের ও ভারতের সঙ্গে যথাক্রমে ইউয়ান ও রুপিতে ও রুশ মুদ্রা রুবলে লেনদেন চালু আছে, এমন তথ্য দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গেও টাকা ও রুবলে লেনদেন করা সম্ভব। তবে এসব ক্ষেত্রে কোনো অসুবিধা দেখা দিলে তৃতীয় কোনো দেশের মুদ্রায়ও লেনদেন হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত