Ajker Patrika

ইরানে আটকে পড়া বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করল সরকার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৬ জুন ২০২৫, ২২: ৪৪
ইরানে আটকে পড়া বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করল সরকার

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তার জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ইরানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য আলাদা ইমার্জেন্সি হটলাইন নম্বর চালু করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে তাঁদের স্বজনেরা বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও যোগাযোগের উদ্দেশ্যে দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল ফোন নম্বরে (হোয়াটসঅ্যাপসহ) যোগাযোগ করতে পারবেন।

বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন):

১. +৯৮৯৩৮০৫৭৭৩৬৮

২. +৯৮৯১২২০৬৫৪৫৫

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন):

+৮৮০১৯১২৯২৫৮৭১

সরকারি উদ্যোগের মাধ্যমে বিদেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসগুলো সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...