Ajker Patrika

টিকা নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির শিকার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ জুন ২০২১, ২২: ০২
টিকা নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির শিকার

ঢাকা: বিশ্বব্যাপী টিকা নিয়ে যে রাজনীতি চলছে, বাংলাদেশও সেই রাজনীতির শিকার। তবে টিকা আনার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রশংসনীয়।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস-২০২০’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

৮০ শতাংশ মানুষকে টিকাকরণের আওতায় আনার লক্ষ্য আছে জানিয়ে খুরশীদ আলম বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে বড় অঙ্কের টিকা আসবে। এতে করে দেশের জনগোষ্ঠীর বড় একটি অংশকে সুরক্ষিত করা সম্ভব হবে। তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় গ্রাম পর্যায়ে ভ্যাকসিনেশন করতে চাই। পাশাপাশি যেসব শ্রমিক বিদেশে যাবেন, তাঁদের টিকায় অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে বলেছেন।

এখন পর্যন্ত করোনায় যত মানুষ মারা গেছে, তার তিনগুণ মানুষ প্রতিবছর মারা যায় যক্ষ্মায়। এ ছাড়া যক্ষ্মা রোগীদের ১ শতাংশ এইচআইভি/এইডসে আক্রান্ত বলেও জানান খুরশীদ আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার জেলায় কর্মী নেবে সিটি ব্যাংক, আবেদন শেষ ১৬ নভেম্বর

বিএনপির ফাঁকা রাখা ঢাকার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন তাসনিম জারা

রাজধানীর মোহাম্মদপুরে বাসা থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কর্মী নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, বেতন ৪৫ হাজার টাকা

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
Loading...