Ajker Patrika

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভিয়েনার পথে স্পিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভিয়েনার পথে স্পিকার

তিনটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে অস্টিয়ার ভিয়েনার উদেশ্য রওনা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার ভোররাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। 

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত উইমেন স্পীকার্স অফ পার্লামেন্টের ১৩ তম সামিট, স্পীকার্স অফ পার্লামেন্টের পঞ্চম কনফারেন্স এবং কাউন্টার টেররিজমের প্রথম বৈশ্বিক সংসদীয় সামিটে অংশ নেবেন তিনি। 

উল্লেখ্য, ইন্টার-পার্লামেন্টারী ইউনিয়নের (আইপিইউ) উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ান পার্লামেন্টের সহযোগিতায় ৬ থেকে ৮ সেপ্টেম্বর ভিয়েনায় অনুষ্ঠিত সামিট এবং কনফারেন্সসমূহে জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সাংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রুমানা আলী এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার থাকবেন। 

স্পীকারসহ সংসদীয় প্রতিনিধিদল আগামী ১০ সেপ্টেম্বর অথবা সুবিধাজনক সময়ে ঢাকার উদ্দেশ্যে ভিয়েনা ত্যাগের কথা রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত