নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ হওয়ার ২১ ঘণ্টা পরেও ভোটার উপস্থিতির তথ্য পাওয়া যাচ্ছে না নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপে। ভোটসংক্রান্ত তথ্য সহজে পেতে নির্বাচনের আগে ২১ কোটি টাকা ব্যয়ে এই অ্যাপ তৈরি করেছিল নির্বাচন কমিশন। ভোটারেরা কোন কেন্দ্রে ভোট দেবেন, কত শতাংশ ভোট পড়েছে—এমন সব তথ্য পাওয়ার কথা ছিল এই অ্যাপে।
গতকাল রোববার ভোট গ্রহণ শুরুর পর থেকেই দেখা যায়, অ্যাপটি তাৎক্ষণিক তথ্য দিচ্ছে না। দুই ঘণ্টা পরপর ভোটার উপস্থিতির তথ্য জানানোর কথা ছিল অ্যাপের। অথচ নির্বাচনের পর প্রায় এক দিন পেরিয়ে যাচ্ছে, ভোট গণনাও শেষ। সব আসনের বিজয়ীর নামও জেনে গেছে সবাই। কিন্তু এখনো কোন কেন্দ্রে কত ভোট পড়েছে, সেই তথ্য দিতে পারছে না অ্যাপ।
আজ সোমবার বেলা ১টায় দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো কেন্দ্রের দুই ঘণ্টার, কোনো কেন্দ্রের চার ঘণ্টার ভোট গ্রহণের তথ্য অ্যাপে রয়েছে। তবে পূর্ণাঙ্গ কোনো তথ্যই এই অ্যাপে নেই।
রংপুর-৩ আসনের ভোটার সামসুন্ননাহার বলেন, ‘পত্রিকায় স্মার্ট ইলেকশন অ্যাপের কথা পড়ার পর সেটা ডাউনলোডও করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আমার কেন্দ্রে কে কত ভোট পেল, সেটা তো পরের কথা, কয়টা ভোট পড়ল সেই তথ্যই অ্যাপে পাচ্ছি না।’
গত ১২ নভেম্বর ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপটি উদ্বোধন করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের আগে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপ সম্পর্কে বলেছিলেন, ‘নির্বাচন নিয়ে যেন আস্থার ঘাটতি না হয়, সে জন্য অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ভোটের দিন দুই ঘণ্টা পরপর ভোটের সঠিক তথ্য জনগণ জানতে পারবে। অ্যাপের উদ্দেশ্য হচ্ছে, ভোটকেন্দ্রে কোনো রকম অনিয়ম বা কারচুপি হচ্ছে কি না, তা জানা।’
২১ কোটির অ্যাপের উদ্দেশ্য যে সফল হয়নি, তা ভোটের দিনই পরিষ্কার হয়ে যায়। ঢাকা-১৯ আসনের ভোটার সাইমন ইসলাম বলেন, ২১ কোটি টাকা দিয়ে অ্যাপ বানিয়ে লাভ কী, তা দিয়ে যদি কাজই না হয়। স্মার্ট নামের আনস্মার্ট অ্যাপ এটা।
অ্যাপের অকার্যকারিতা সম্পর্কে প্রশ্ন করলে গতকাল রোববার ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, তিন দেশ থেকে হ্যাকের চেষ্টার কারণে নির্বাচনী অ্যাপ স্লো হয়ে গেছে। নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও জার্মানি থেকে অ্যাপ স্লো করে দিয়েছে।
স্মার্ট অ্যাপ প্রসঙ্গে আজ সোমবার ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘৭ বছরের জন্য আমরা একটি প্রকল্প নিয়েছিলাম মনোনয়ন ফরম জমা এবং ভোটারদের তথ্য ও ভোটের হার জানার জন্য। এখন পর্যন্ত ৮ কোটি টাকা খরচ হয়েছে। হ্যাকিংয়ের কারণে ভালোভাবে কাজ করেনি।’
তবে দুটি অ্যাপই সফল বলে দাবি করেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ হওয়ার ২১ ঘণ্টা পরেও ভোটার উপস্থিতির তথ্য পাওয়া যাচ্ছে না নির্বাচন কমিশনের ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপে। ভোটসংক্রান্ত তথ্য সহজে পেতে নির্বাচনের আগে ২১ কোটি টাকা ব্যয়ে এই অ্যাপ তৈরি করেছিল নির্বাচন কমিশন। ভোটারেরা কোন কেন্দ্রে ভোট দেবেন, কত শতাংশ ভোট পড়েছে—এমন সব তথ্য পাওয়ার কথা ছিল এই অ্যাপে।
গতকাল রোববার ভোট গ্রহণ শুরুর পর থেকেই দেখা যায়, অ্যাপটি তাৎক্ষণিক তথ্য দিচ্ছে না। দুই ঘণ্টা পরপর ভোটার উপস্থিতির তথ্য জানানোর কথা ছিল অ্যাপের। অথচ নির্বাচনের পর প্রায় এক দিন পেরিয়ে যাচ্ছে, ভোট গণনাও শেষ। সব আসনের বিজয়ীর নামও জেনে গেছে সবাই। কিন্তু এখনো কোন কেন্দ্রে কত ভোট পড়েছে, সেই তথ্য দিতে পারছে না অ্যাপ।
আজ সোমবার বেলা ১টায় দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো কেন্দ্রের দুই ঘণ্টার, কোনো কেন্দ্রের চার ঘণ্টার ভোট গ্রহণের তথ্য অ্যাপে রয়েছে। তবে পূর্ণাঙ্গ কোনো তথ্যই এই অ্যাপে নেই।
রংপুর-৩ আসনের ভোটার সামসুন্ননাহার বলেন, ‘পত্রিকায় স্মার্ট ইলেকশন অ্যাপের কথা পড়ার পর সেটা ডাউনলোডও করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। আমার কেন্দ্রে কে কত ভোট পেল, সেটা তো পরের কথা, কয়টা ভোট পড়ল সেই তথ্যই অ্যাপে পাচ্ছি না।’
গত ১২ নভেম্বর ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপটি উদ্বোধন করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের আগে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ অ্যাপ সম্পর্কে বলেছিলেন, ‘নির্বাচন নিয়ে যেন আস্থার ঘাটতি না হয়, সে জন্য অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ভোটের দিন দুই ঘণ্টা পরপর ভোটের সঠিক তথ্য জনগণ জানতে পারবে। অ্যাপের উদ্দেশ্য হচ্ছে, ভোটকেন্দ্রে কোনো রকম অনিয়ম বা কারচুপি হচ্ছে কি না, তা জানা।’
২১ কোটির অ্যাপের উদ্দেশ্য যে সফল হয়নি, তা ভোটের দিনই পরিষ্কার হয়ে যায়। ঢাকা-১৯ আসনের ভোটার সাইমন ইসলাম বলেন, ২১ কোটি টাকা দিয়ে অ্যাপ বানিয়ে লাভ কী, তা দিয়ে যদি কাজই না হয়। স্মার্ট নামের আনস্মার্ট অ্যাপ এটা।
অ্যাপের অকার্যকারিতা সম্পর্কে প্রশ্ন করলে গতকাল রোববার ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, তিন দেশ থেকে হ্যাকের চেষ্টার কারণে নির্বাচনী অ্যাপ স্লো হয়ে গেছে। নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও জার্মানি থেকে অ্যাপ স্লো করে দিয়েছে।
স্মার্ট অ্যাপ প্রসঙ্গে আজ সোমবার ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘৭ বছরের জন্য আমরা একটি প্রকল্প নিয়েছিলাম মনোনয়ন ফরম জমা এবং ভোটারদের তথ্য ও ভোটের হার জানার জন্য। এখন পর্যন্ত ৮ কোটি টাকা খরচ হয়েছে। হ্যাকিংয়ের কারণে ভালোভাবে কাজ করেনি।’
তবে দুটি অ্যাপই সফল বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ রেলওয়ের ৯০ শতাংশ ইঞ্জিনেরই (লোকোমোটিভ) মেয়াদ শেষ হয়ে গেছে। ৩০ থেকে ৬০ বছরের পুরোনো এসব ইঞ্জিন যাত্রাপথে বিকল হয়ে দুর্ভোগে ফেলছে যাত্রীদের। শুধু পণ্যবাহী, লোকাল বা মেইল নয়; কোনো কোনো আন্তনগর ট্রেনও চলছে কার্যকাল পেরিয়ে যাওয়া ইঞ্জিনে। ফলে এসব ট্রেনও চলার পথে থমকে যাওয়ায় একই রকম ভোগান্তিতে পড়ত
৪ ঘণ্টা আগেবিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডাদেশ হলে আসামিকে কারাগারের কনডেম সেলে (নির্জন প্রকোষ্ঠ) পাঠানো হয়। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা ‘দুবার সাজা দেওয়ার শামিল’ উল্লেখ করে এই বিধান বাতিল করেছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিন পরই এই রায় স্থগিত করেন আপিল
৪ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা-বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অ্যাটর্নি জেনারেল ও
৪ ঘণ্টা আগেবাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্মার্ট ড্রাইভিং লাইসেন্স-সেবা নিয়ে আবারও অচলাবস্থা দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে প্রায় ৭ লাখ গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স ঝুলে আছে। ২০২০ সালের ২৯ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স
৫ ঘণ্টা আগে