Ajker Patrika

পদ্মা সেতুর উদ্বোধনে বিশ্বব্যাংককেও দাওয়াত দেওয়া হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুন ২০২২, ১৭: ১৮
পদ্মা সেতুর উদ্বোধনে বিশ্বব্যাংককেও দাওয়াত দেওয়া হবে: কাদের

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বব্যাংককেও দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু তৈরির আগে অনেকেই বিরোধিতা করেছিলেন। আমার পাশেই বিশ্বব্যাংকের প্রতিনিধি আছেন। আমরা তাঁদেরও পদ্মা সেতুর উদ্বোধনে দাওয়াত দেব।’

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হবে কি না, জানতে চাইলে কাদের বলেন, ‘কাউকে দাওয়াত দেব না, এটা বলিনি। খালেদা জিয়া নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেব। কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, আবার বিএনপির চেয়ারপারসনও। নিয়মটি জেনে আমরা দাওয়াত দেব। তবে বিএনপির নেতারা অবশ্যই দাওয়াত পাবেন। তাঁদের শরিক দল বাম-ডান সবাই দাওয়াত পাবেন।’

কাদের বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে হবে। আপনারা যদি মনে করেন নির্বাচনে অংশ না নিয়ে হত্যা-সন্ত্রাসের পথে হাঁটবেন, যদি মনে করেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতার মসনদে বসবেন, তাহলে এই রঙিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে রাস্তার ভাষায় কথা বলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। “পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ দেশে-বিদেশে ১৫ আগস্টের পুনরাবৃত্তি করবে। এ ধরনের স্লোগান তারা দিচ্ছে। আমি মির্জা ফখরুল সাহেবকে বলব, আপনার দলের এই তরুণ তুর্কিদের সামলান। এ ধরনের স্লোগান দিলে হত্যা ও সন্ত্রাসের রাজনীতির পরিণাম হবে আরও ভয়াবহ।’ 

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফখরুল সাহেব এবং বিএনপির কিছু নেতা আবোলতাবোল বলছেন। তাদের আসলে মাথা খারাপ হয়ে গেছে। পদ্মা সেতুকে সহ্য করতে পারছে না। মেট্রোরেল, বাস, র‍্যাপিড ট্রানজিট কোনো কিছুই সহ্য করতে পারছে না। এগুলো তারা জীবনে কখনো দেখেনি। শেখ হাসিনা এগুলো করতে পেরেছেন, তাই বিএনপির বুকের ব্যথা। বাস্তবে এসব কথার কোনো মূল্য নেই, তারা হিংসায় জ্বলছে। উদ্ভট কথাবার্তা বলছে।’ 

এদিকে সড়ক দুর্ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘সড়ক দুর্ঘটনা অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তবে অন্য দেশের সঙ্গে তুলনা করা যাবে না যে ওই দেশে কম, আমার দেশে বেশি। সাধারণ মানুষ ঢাকা সিটিতে ট্রাফিক আইন মেনে চলে। কিন্তু কিছু তরুণ আছে, যারা আইন মানতে চায় না। আর এখন সড়ক দুর্ঘটনায় নতুন উপাদান মোটরসাইকেল। রাস্তায় বের হলে ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল দেখা যায়।’ 

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত