নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১১ নম্বর ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ কবির খান গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার ঘটনায় শেখ হাসিনাসহ ৬৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আফসানা আক্তার ওরফে আফসানা ইসলাম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লা, সংসদ সদস্য মাইনুল হোসেন খান (নিখিল), সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশীদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্যসচিব এস এম মান্নান (কচি), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, উপপুলিশ কমিশনার (মিরপুর জোন) জসিম উদ্দিন, একই জনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইমতিয়াজ। মিরপুর এলাকার আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে গত ৪ আগস্ট রাত ১টা থেকে ৩টা পর্যন্ত মিরপুর ১০ নম্বর গোল চত্বরে আইডিয়াল স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশের ওপর নির্বিচারে পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা গুলিবর্ষণ করতে থাকে।
এ সময় সমাবেশে থাকা অনেকেই আহত হন। আহতদের উদ্ধার করার জন্য বাদীর স্বামী আব্দুল্লাহ কবীর খান কাজ করছিলেন। এ সময় তিনিও গুলি বিদ্ধ হন। গুরুতরও আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাদী অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার অধীনস্থ মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং পুলিশ কর্মকর্তারা ও সদস্যরা নির্বিচারে গুলি করে হত্যাকান্ড সংঘটিত করেছে।
মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১১ নম্বর ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ কবির খান গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার ঘটনায় শেখ হাসিনাসহ ৬৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আফসানা আক্তার ওরফে আফসানা ইসলাম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লা, সংসদ সদস্য মাইনুল হোসেন খান (নিখিল), সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশীদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্যসচিব এস এম মান্নান (কচি), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হক সাচ্চু, উপপুলিশ কমিশনার (মিরপুর জোন) জসিম উদ্দিন, একই জনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইমতিয়াজ। মিরপুর এলাকার আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে গত ৪ আগস্ট রাত ১টা থেকে ৩টা পর্যন্ত মিরপুর ১০ নম্বর গোল চত্বরে আইডিয়াল স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশের ওপর নির্বিচারে পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা গুলিবর্ষণ করতে থাকে।
এ সময় সমাবেশে থাকা অনেকেই আহত হন। আহতদের উদ্ধার করার জন্য বাদীর স্বামী আব্দুল্লাহ কবীর খান কাজ করছিলেন। এ সময় তিনিও গুলি বিদ্ধ হন। গুরুতরও আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাদী অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার অধীনস্থ মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং পুলিশ কর্মকর্তারা ও সদস্যরা নির্বিচারে গুলি করে হত্যাকান্ড সংঘটিত করেছে।
গতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৪ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১০ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদনের বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই; এটি শুধুই একটি বলিউডি রোমান্টিক কমেডি। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে তাদের ভেরিফায়েড..
১০ ঘণ্টা আগেমজুরি বৈষম্য দূরীকরণ, চাকরির সুরক্ষা নিশ্চিত ও নিজেদের অধিকার আদায় করতে শুধু সংস্কার কমিশনের সুপারিশ যথেষ্ট নয়, বরং আন্দোলন–সংগ্রামও চালিয়ে যেতে হবে—এমনটাই বলেছেন খোদ সরকারের শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।
১২ ঘণ্টা আগে