নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমাগত বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভর্তি হয়েছে রেকর্ড ১৩৫ জন। যেখানে আগের দিন শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩৫ জন। যা এ বছর একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত। তাঁদের মধ্যে ঢাকায় ১১৬ জন এবং বাইরে ১৯ জন। যেখানে গতকাল একদিনে ১১৬ জন রোগী শনাক্তের তথ্য জানান হয়েছিল।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৫৪ জন। গতকাল ভর্তি ছিলেন ৪৩০ জন। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৯২ জন। আগের দিন এ সংখ্যা ছিল ঢাকায় ৩৬৪ এবং বাইরে ৬৬।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৭১ জন। আর চলতি মাসের ২১ দিনে রোগী শনাক্ত হয় ১ হাজার ৮২০ জন। অর্থাৎ জুলাইয়ের রেকর্ড আরও দুই দিন আগেই ছাড়িয়ে গেছে। চলতি বছরের মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিল ৭৩৭ জন। আর এ বছর ডেঙ্গু মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। তাঁদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ২১ দিনে ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৮০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪ হাজার ৭ জন। ঢাকায় ভর্তি হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ৩৩৪ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছেন ৭৪৫ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৬৭৩ জন।
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমাগত বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভর্তি হয়েছে রেকর্ড ১৩৫ জন। যেখানে আগের দিন শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩৫ জন। যা এ বছর একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত। তাঁদের মধ্যে ঢাকায় ১১৬ জন এবং বাইরে ১৯ জন। যেখানে গতকাল একদিনে ১১৬ জন রোগী শনাক্তের তথ্য জানান হয়েছিল।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৫৪ জন। গতকাল ভর্তি ছিলেন ৪৩০ জন। তাঁদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৯২ জন। আগের দিন এ সংখ্যা ছিল ঢাকায় ৩৬৪ এবং বাইরে ৬৬।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৭১ জন। আর চলতি মাসের ২১ দিনে রোগী শনাক্ত হয় ১ হাজার ৮২০ জন। অর্থাৎ জুলাইয়ের রেকর্ড আরও দুই দিন আগেই ছাড়িয়ে গেছে। চলতি বছরের মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিল ৭৩৭ জন। আর এ বছর ডেঙ্গু মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। তাঁদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ২১ দিনে ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৮০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ৪ হাজার ৭ জন। ঢাকায় ভর্তি হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ৩৩৪ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছেন ৭৪৫ জন। তাঁদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৬৭৩ জন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘আমরা বায়ুদূষণ বা দুর্ঘটনা চাই না। পুলিশের হয়রানিও সহ্য করতে চাই না। শান্তিপূর্ণভাবে গাড়ি চালাতে চাই। গাড়িকে দূষণের জন্য দোষারোপ করা হলেও বুড়িগঙ্গা বা তুরাগ নদী কে দূষণ করল, সে প্রশ্ন তোলা উচিত। আমাদের আট দফা
১ ঘণ্টা আগেবাংলাদেশের একজন কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশেও প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে।
২ ঘণ্টা আগেকুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সতর্ক করে বলেছে, সাবাহ প্রদেশে যাওয়ার আগ্রহী কর্মীদের কোনো প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
৩ ঘণ্টা আগেরাষ্ট্র কাঠামো সংস্কারে ৩০ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দ্বিতীয় ধাপে ২৩ দিনের সংলাপে ১৯টি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে ১১টি বিষয়ে নোট অব ডিসেন্ট (আপত্তির নোট) দেওয়ার কথা জানিয়েছে বিএনপিসহ একাধিক দল। গত ২ জুন ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধন করেন
৫ ঘণ্টা আগে