ঢামেক প্রতিবেদক
রাজধানী বনানী কড়াইল বস্তিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে মনি খাতুন (৫০) নামের এক গৃহবধূ নিহতের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে বনানী কড়াইল বস্তি বেলতলা আদর্শনগরে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মনি বেগমের স্বামী মো. আনিছ মিয়া বলেন, মনি খাতুনের বাড়ি শেরপুর জেলার গাজীরখামার উপজেলায়। তাঁর বাবার নাম মো. শহীদ মিয়া। তাঁরা বনানী কড়াইল বস্তিতে টিনশেড বাসায় থাকেন। অপর ভাড়াটে সুলতানের কাছে হাওলাতের ৪০ হাজার টাকা পান। বেশ কিছুদিন ধরে টাকা চাইলেও দিচ্ছেন না। আজ দুপুরে ভাড়াটে সুলতানের কাছে পাওনা টাকা চাইতে যায় তাঁর স্ত্রী। এ সময় টাকা চাওয়া নিয়ে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে সুলতান তাঁর স্ত্রীর পেটে লাথি মারেন। এ ছাড়া সুলতানের স্ত্রী মমতাজ, দুই সন্তান মুন্নি, মুন্না তাঁর স্ত্রী মনি খাতুনকে মারধর করেন। এতে সে অচেতন হয়ে পড়েন।
আনিছ মিয়া আরও জানান, খবর পেয়ে দ্রুত তাঁকে প্রথমে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বনানী এলাকা থেকে ওই গৃহবধূকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণ করেন। ভাড়াটের মারধরে মারা গেছেন বলে অভিযোগ করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ‘ঘটনাটি শুনেছি, বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভাড়াটিয়া দম্পতিসহ তাঁদের দুই সন্তান থানায় আছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানী বনানী কড়াইল বস্তিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে মনি খাতুন (৫০) নামের এক গৃহবধূ নিহতের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৪ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে বনানী কড়াইল বস্তি বেলতলা আদর্শনগরে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত মনি বেগমের স্বামী মো. আনিছ মিয়া বলেন, মনি খাতুনের বাড়ি শেরপুর জেলার গাজীরখামার উপজেলায়। তাঁর বাবার নাম মো. শহীদ মিয়া। তাঁরা বনানী কড়াইল বস্তিতে টিনশেড বাসায় থাকেন। অপর ভাড়াটে সুলতানের কাছে হাওলাতের ৪০ হাজার টাকা পান। বেশ কিছুদিন ধরে টাকা চাইলেও দিচ্ছেন না। আজ দুপুরে ভাড়াটে সুলতানের কাছে পাওনা টাকা চাইতে যায় তাঁর স্ত্রী। এ সময় টাকা চাওয়া নিয়ে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে সুলতান তাঁর স্ত্রীর পেটে লাথি মারেন। এ ছাড়া সুলতানের স্ত্রী মমতাজ, দুই সন্তান মুন্নি, মুন্না তাঁর স্ত্রী মনি খাতুনকে মারধর করেন। এতে সে অচেতন হয়ে পড়েন।
আনিছ মিয়া আরও জানান, খবর পেয়ে দ্রুত তাঁকে প্রথমে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বনানী এলাকা থেকে ওই গৃহবধূকে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণ করেন। ভাড়াটের মারধরে মারা গেছেন বলে অভিযোগ করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ‘ঘটনাটি শুনেছি, বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভাড়াটিয়া দম্পতিসহ তাঁদের দুই সন্তান থানায় আছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্পে সাশ্রয় হওয়া টাকায় আরও ৩৫টি কোচ (বগি) কেনার সিদ্ধান্ত হলেও নির্দিষ্ট মেয়াদে সেগুলো আসছে না। যে সময়ে আসবে, তখন টাকা পরিশোধে জটিলতার কারণে এই প্রকল্পের মেয়াদ আগামী বছর জুন পর্যন্ত এক বছর বাড়ানো হচ্ছে।
৪ ঘণ্টা আগেপরপর দুটি দুর্ঘটনায় উড়ে যায় বাসের ছাদ। বাসে যাত্রী ছিলেন ৬০ জন। আহতও হন বেশ কয়েকজন। তবে এরপরও বাস থামাননি চালক। ছাদবিহীন বাস বেপরোয়া গতিতে চালিয়েছেন প্রায় ৫ কিলোমিটার। এরপর যাত্রী ও ওই পথে চলা অন্যদের রোষের মুখ বাস থামিয়ে পালিয়ে যান চালক।
৫ ঘণ্টা আগেপররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ‘মহান মুক্তিযুদ্ধে গণহত্যার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা ও স্বাধীনতা-পূর্ব অভিন্ন সম্পদের বকেয়া অর্থ দাবি’ করা হয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে এই অমীমাংসিত
৮ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ‘দ্বিধাগ্রস্ত’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আরাকান আর্মি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত নয়, তাই আনুষ্ঠানিক আলোচ
৯ ঘণ্টা আগে