Ajker Patrika

শিক্ষার্থীদের আন্দোলন রাজনৈতিক রূপ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২৩: ৫১
Thumbnail image

শিক্ষার্থীদের আন্দোলন এখন আর তাঁদের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন রাজনৈতিক রূপ নিয়েছে। এই আন্দোলন এখন রাষ্ট্রদ্রোহী শক্তি জামায়াত–বিএনপির হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ শনিবার রাত সাড়ে ১০টার দিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

চলমান পরিস্থিতিতে আপনিসহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করবেন কিনা? এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যদি মনে করেন পদত্যাগ করতে রাজি আছি। প্রয়োজন হলে, যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, আমরা সেটা করব। আমরা সব সময় দেশের জন্য কাজ করি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেসব ছাত্র আটক হয়েছেন, তাদের ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে, যেমন যাত্রাবাড়ীতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল যে ছেলেটি, এসব ক্ষেত্রে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। বাকি সবগুলোকে আমরা জামিনে ছেড়ে দিচ্ছি।’

‘আমরা কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছি। পরবর্তীতে তারা যা যা দাবি করেছিল, পুলিশকে বিচারের আওতায় আনা হচ্ছে। মনে হয়, এখন সময় এসেছে আমাদের প্রিয় ছাত্রদের, যেহেতু তাদের আর কোনো দাবির অবশিষ্ট নেই, তাদের আন্দোলন থেকে স্ব স্ব ক্ষেত্রে চলে যাবেন। এখন আন্দোলন যে জায়গায় গিয়েছে, এটা কখনোই তাদের কাম্য ছিল না বলে আমরা মনে করি, ’ যোগ করেন আসাদুজ্জামান খান।

তিনি বলেন, ‘এখন রাজনৈতিক দলের কাছে, যারা সব সময় রাষ্ট্রদ্রোহিতার কাজে ব্যস্ত থাকত, জামায়াত–বিএনপি, ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল, শুরু থেকেই তারা চেষ্টা করছিল, আজকে তাদেরই ইশের মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করি। ছাত্ররা যাতে লেখাপড়ায় ফিরে যান, আমরা সেই আহ্বান জানাচ্ছি।’

মন্ত্রী বলেন, ‘এরপরও যদি তাদের কিছু বলার থাকে, তাহলে প্রধানমন্ত্রীর দরজা সব সময় খোলা আছে। সেটা তিনি ঘোষণাও দিয়েছেন। তাদের কিছু বলার থাকলে তারা বলতে পারেন।’

আন্দোলন মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটা তাদের ভুল আন্দোলন, আমরা সব সময় বলে এসেছি। কারণ তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। কাজেই তাদের অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত।’

ছাত্র আন্দোলন উত্তপ্ত পরিস্থিতি এবং সরকারকে হটাও এক দফা আন্দোলন এ নিয়ে কী ভাবছে সরকার? অসহযোগ আন্দোলন নস্যাৎ করতে আপনাদের কী পরিকল্পনা—এক সাংবাদিক এমন প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা নস্যাৎ করতে চাই না। আন্দোলন যদি এ দেশের জনগণ যুক্ত হয়, হবে। সেগুলো আমরা নস্যাৎ করতে চাই না।’

তাহলে আন্দোলনকারীরা কোনো আক্রমণের শিকার হবে না, নিশ্চিত—এর জবাবে মন্ত্রী বলেন, ‘এখন আপনাকে যদি কেউ মার দেয়, আপনি তাকে মার দেবেন না? আপনি কি বসে থাকবেন? আইনশৃঙ্খলা বাহিনীকে আত্মরক্ষার অধিকার দেওয়া আছে। আপনাকেও অধিকার দেওয়া আছে। আপনাকে যদি কেউ হামলা করে, তাহলে প্রাণ ও সম্পদ রক্ষায় আত্মরক্ষা করতে পারেন। এটা আইনগত অধিকার।’

আন্দোলনকারীদের সরকার পতনের একদফা দাবি নিয়ে তিনি বলেন, ‘আন্দোলনকারীরা এখন আর কোটা আন্দোলনে নেই, ছাত্রদের আন্দোলনে নেই। এটা এখন রাজনৈতিক আন্দোলনে চলে গেছে। কাজেই ছাত্রদের ভুল বুঝিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করেছেন, তারাই এই কাজগুলো করেছেন।’

দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা এবং আগামীতে করণীয় সম্পর্কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সোয়া ১০টা পর্যন্ত চলে বৈঠক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত