Ajker Patrika

স্কুল শিক্ষার্থীদের ১ নভেম্বর থেকে দেওয়া হবে ফাইজারের টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৪: ৫১
স্কুল শিক্ষার্থীদের ১ নভেম্বর থেকে দেওয়া হবে ফাইজারের টিকা

১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলের শিক্ষার্থীদের আগামী ১ নভেম্বর থেকে করোনার টিকা দেওয়া শুরু করবে সরকার। প্রথমে ঢাকার শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এর জন্য ১২টি কেন্দ্র ঠিক করা হয়েছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় অন্যান্য টিকাদান কার্যক্রমও চলমান থাকবে। প্রত্যেক জেলায় স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। সারা দেশে ২১টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, কেন্দ্র আরও বাড়ানো হবে। প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। টিকা হাতে যা আছে তা দেওয়া হবে, টিকা যথেষ্ট আছে। স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। নভেম্বরে আরও ৪৫ হাজার টিকা আসবে। 

স্কুল শিক্ষার্থীদের টিকা দিতে শিক্ষা মন্ত্রণালয় তালিকা করছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব তালিকা আইসিটি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তারা সুরক্ষা নিবন্ধন অ্যাপসে সেই তালিকা আপলোড করেছে।

বর্তমানে ২ কোটি ডোজ করোনার টিকা সরকারের হাতে রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত