Ajker Patrika

ফের ইউজিসি চেয়ারম্যান হলেন কাজী শহীদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মে ২০২৩, ২৩: ০৯
ফের ইউজিসি চেয়ারম্যান হলেন কাজী শহীদুল্লাহ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। আজ বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। বর্তমানে তিনি যে বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাচ্ছেন দ্বিতীয় মেয়াদেও তিনি একই সুবিধা পাবেন।

এর আগে ২০১৯ সালের ৪ অক্টোবর অধ্যাপক কাজী শহীদুল্লাহ ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তাঁর ভাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত