উবায়দুল্লাহ বাদল, সৌদি আরব থেকে
আর মাত্র সাত দিন পর পবিত্র হজ। হজযাত্রীদের পদচারণে মুখরিত পবিত্র মক্কার অলিগলি। দিন দিনই বাড়ছে হজযাত্রীর সংখ্যা। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। দুই দিন আগে মক্কার তাপমাত্রা ৪৪ ডিগ্রি থাকলেও আজ শুক্রবার সেটি ৪৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।
প্রচণ্ড গরমের এই সময়ে হজযাত্রীদের প্রচুর পরিমাণে পানিসহ তরল খাবার গ্রহণ ও সানগ্লাস-ছাতা ছাড়া রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিয়েছেন মক্কার বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।
হজ মিশন কার্যালয়ে জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অনেকে এই গরমে ওমরাহ ও তাওয়াফ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। এতে ফরজ হজ পালনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নানাভাবে অসুস্থ হয়ে ইতিমধ্যে ১২ জন হজযাত্রী মারা গেছেন।
১৫ জুন পবিত্র হজ পালিত হবে। ওই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সৌদি আরবে ঈদুল আজহা উদ্যাপিত হবে ১৬ জুন।
এ বছর বাংলাদেশি হজযাত্রী ৮৫ হাজার। এখন পর্যন্ত (৭ জুন) অন্তত ৬৮ হাজার হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে মক্কার হজ মিশন নিশ্চিত করেছে।
হজযাত্রীদের কী ধরনের প্রস্তুতি রাখা উচিত এমন প্রশ্নের জবাবে জহিরুল ইসলাম বলেন, ‘হজের সময় মিনা, আরাফাহ ও মুজদালিফায় তাপমাত্রা অনেক বেশি থাকবে বলে সৌদি আবহাওয়া অফিস জানিয়েছে। সুতরাং, বাংলাদেশ থেকে যেসব হজযাত্রীরা ইতিমধ্যে সৌদিতে এসেছেন, তাঁদের প্রতি আমাদের পরামর্শ হলো বেশি বেশি করে পানিসহ তরল খাবার খান। ফলমূলের জুস খান। কারণ, সৌদি আরবের আবহাওয়া অনেক শুষ্ক। অনেকের শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। জোহর ও আসরের নামাজের জন্য বা অন্য কোনো কারণে বাইরে বের হলে অবশ্যই ছাতা মাথায় ও চোখে সানগ্লাস পরতে হবে।’
হজযাত্রীদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে কাউন্সিলর (হজ) জহিরুল ইসলাম বলেন, ‘৮৫ হাজার হজযাত্রীর স্বাস্থ্যসেবার জন্য মক্কা ও মদিনায় দুটি ক্লিনিক রয়েছে। সেখানে অন্তত ৩০০-এর মতো ডাক্তার-নার্স ও আয়াসহ টেকনিক্যাল জনবল কাজ করছে। গতবারের চেয়ে এবার আমরা হাজিদের ভালো সেবা দিতে পারব ইনশা আল্লাহ।’
আরব নিউজ বলছে, জিলহজের নবম দিন আরাফাহ প্রাঙ্গণে থাকবেন বিশ্বের লাখ লাখ হাজি। ওই সময় সূর্যের প্রচণ্ড তাপ থেকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে আরাফাহ ময়দানে মসজিদে নামিরার পাশে রাস্তার অ্যাসফাল্ট এক প্রকার সাদা উপকরণ দিয়ে ঢাকা হয়েছে। তা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে সাহায্য করবে। মসজিদে নামিরার চারপাশে ২৫ হাজার বর্গমিটারের বেশি এলাকায় এ উপাদান ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে হজযাত্রীরা সূর্যের প্রচণ্ড তাপ থেকে রক্ষা পাবে এবং ঠান্ডা অনুভূতি পাওয়া যাবে। মক্কার মসজিদুল হারামের পার্শ্ববর্তী এলাকাও এ ধরনের উপাদান ব্যবহার করে তাপমাত্রা কমানোর উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। গত রাতে মসজিদুল হারামসংলগ্ন কবুতর চত্বরের বিশাল এলাকা সাদা উপকরণ দেওয়া হয়েছে।
সৌদি আরবের সড়ক বিভাগের মুখপাত্র আবদুল আজিজ আল-ওতাইবি জানিয়েছেন, স্থানীয়ভাবে তৈরি করা সাদা আবরণটি কম সূর্যালোক শোষণ করে। তা পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস কমাতে সাহায্য করে। গত বছর শয়তানকে পাথর নিক্ষেপের স্থান জামারাত এলাকায় যাওয়ার পথে এ উপাদানটি ব্যবহার করা হয়েছিল। তা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে দেয়।
চাঁদ দেখা সাপেক্ষে ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।
আর মাত্র সাত দিন পর পবিত্র হজ। হজযাত্রীদের পদচারণে মুখরিত পবিত্র মক্কার অলিগলি। দিন দিনই বাড়ছে হজযাত্রীর সংখ্যা। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। দুই দিন আগে মক্কার তাপমাত্রা ৪৪ ডিগ্রি থাকলেও আজ শুক্রবার সেটি ৪৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।
প্রচণ্ড গরমের এই সময়ে হজযাত্রীদের প্রচুর পরিমাণে পানিসহ তরল খাবার গ্রহণ ও সানগ্লাস-ছাতা ছাড়া রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিয়েছেন মক্কার বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।
হজ মিশন কার্যালয়ে জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অনেকে এই গরমে ওমরাহ ও তাওয়াফ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। এতে ফরজ হজ পালনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নানাভাবে অসুস্থ হয়ে ইতিমধ্যে ১২ জন হজযাত্রী মারা গেছেন।
১৫ জুন পবিত্র হজ পালিত হবে। ওই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সৌদি আরবে ঈদুল আজহা উদ্যাপিত হবে ১৬ জুন।
এ বছর বাংলাদেশি হজযাত্রী ৮৫ হাজার। এখন পর্যন্ত (৭ জুন) অন্তত ৬৮ হাজার হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে মক্কার হজ মিশন নিশ্চিত করেছে।
হজযাত্রীদের কী ধরনের প্রস্তুতি রাখা উচিত এমন প্রশ্নের জবাবে জহিরুল ইসলাম বলেন, ‘হজের সময় মিনা, আরাফাহ ও মুজদালিফায় তাপমাত্রা অনেক বেশি থাকবে বলে সৌদি আবহাওয়া অফিস জানিয়েছে। সুতরাং, বাংলাদেশ থেকে যেসব হজযাত্রীরা ইতিমধ্যে সৌদিতে এসেছেন, তাঁদের প্রতি আমাদের পরামর্শ হলো বেশি বেশি করে পানিসহ তরল খাবার খান। ফলমূলের জুস খান। কারণ, সৌদি আরবের আবহাওয়া অনেক শুষ্ক। অনেকের শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। জোহর ও আসরের নামাজের জন্য বা অন্য কোনো কারণে বাইরে বের হলে অবশ্যই ছাতা মাথায় ও চোখে সানগ্লাস পরতে হবে।’
হজযাত্রীদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে কাউন্সিলর (হজ) জহিরুল ইসলাম বলেন, ‘৮৫ হাজার হজযাত্রীর স্বাস্থ্যসেবার জন্য মক্কা ও মদিনায় দুটি ক্লিনিক রয়েছে। সেখানে অন্তত ৩০০-এর মতো ডাক্তার-নার্স ও আয়াসহ টেকনিক্যাল জনবল কাজ করছে। গতবারের চেয়ে এবার আমরা হাজিদের ভালো সেবা দিতে পারব ইনশা আল্লাহ।’
আরব নিউজ বলছে, জিলহজের নবম দিন আরাফাহ প্রাঙ্গণে থাকবেন বিশ্বের লাখ লাখ হাজি। ওই সময় সূর্যের প্রচণ্ড তাপ থেকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে আরাফাহ ময়দানে মসজিদে নামিরার পাশে রাস্তার অ্যাসফাল্ট এক প্রকার সাদা উপকরণ দিয়ে ঢাকা হয়েছে। তা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে সাহায্য করবে। মসজিদে নামিরার চারপাশে ২৫ হাজার বর্গমিটারের বেশি এলাকায় এ উপাদান ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে হজযাত্রীরা সূর্যের প্রচণ্ড তাপ থেকে রক্ষা পাবে এবং ঠান্ডা অনুভূতি পাওয়া যাবে। মক্কার মসজিদুল হারামের পার্শ্ববর্তী এলাকাও এ ধরনের উপাদান ব্যবহার করে তাপমাত্রা কমানোর উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। গত রাতে মসজিদুল হারামসংলগ্ন কবুতর চত্বরের বিশাল এলাকা সাদা উপকরণ দেওয়া হয়েছে।
সৌদি আরবের সড়ক বিভাগের মুখপাত্র আবদুল আজিজ আল-ওতাইবি জানিয়েছেন, স্থানীয়ভাবে তৈরি করা সাদা আবরণটি কম সূর্যালোক শোষণ করে। তা পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস কমাতে সাহায্য করে। গত বছর শয়তানকে পাথর নিক্ষেপের স্থান জামারাত এলাকায় যাওয়ার পথে এ উপাদানটি ব্যবহার করা হয়েছিল। তা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে দেয়।
চাঁদ দেখা সাপেক্ষে ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে কোনো উদ্বেগ নেই। ভালো ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৯০ হাজার থেকে ১ লাখ সেনাসদস্য, দেড় লাখ পুলিশ সদস্য ও সাড়ে ৫ থেকে ৬ লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র
১ সেকেন্ড আগেপ্রবাসী কর্মীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার। আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
২৫ মিনিট আগেআজ সোমবার আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা এর আওতায় আসবে না। এ ছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে করা মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে আইন বিভাগের অতিরিক্ত...
২ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৯০ হাজার থেকে ১ লাখ সেনাসদস্য, দেড় লাখ পুলিশ সদস্য ও সাড়ে পাঁচ-ছয় লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
৩ ঘণ্টা আগে