নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সহসা কমছে না ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় আরও ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া মারা গেছে আরও একজন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে ঢাকায় ১৫৪ জন এবং ঢাকার বাইরের রোগী ২৫ জন। এর আগে গতকাল শনিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১৮৯ জন। এদের মধ্যে ঢাকার ১৫৫ জন এবং ঢাকার বাইরের ছিলেন ৩৪ জন। এ ছাড়া গতকাল শনিবার দুজনের মৃত্যু হয়েছিল।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৪৯৮ জন। এসব রোগীর মধ্যে রাজধানীতে শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩১৮ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ১৩ জন। এ সময় সুস্থ হয়েছে ২১ হাজার ৫৭১ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৮৭ জন। মৃত্যু হওয়া ৮৭ জনের মধ্যে রাজধানীতেই মারা গেছে ৮০ জন। আর ৮ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী এখন ভর্তি রয়েছে ৮৪০ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি–বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৪০ জন রোগী ভর্তি আছে এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছে ১৬০ জন। এ ছাড়া চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৪ হাজার ৩০১ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ১১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯ জন, বিজিবি হাসপাতালে ১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২ জন, সংক্রামক ব্যাধি হাসপাতালে ৪ জনসহ মোট ৫৮ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছে। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
কীটতত্ত্ববিদেরা বলেছেন বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে, ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসায় রাজধানীর অনেক এলাকায় এখন দুই সিটি করপোরেশনের নিয়মিত মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
সহসা কমছে না ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় আরও ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া মারা গেছে আরও একজন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টারের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন শনাক্তদের মধ্যে ঢাকায় ১৫৪ জন এবং ঢাকার বাইরের রোগী ২৫ জন। এর আগে গতকাল শনিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১৮৯ জন। এদের মধ্যে ঢাকার ১৫৫ জন এবং ঢাকার বাইরের ছিলেন ৩৪ জন। এ ছাড়া গতকাল শনিবার দুজনের মৃত্যু হয়েছিল।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২২ হাজার ৪৯৮ জন। এসব রোগীর মধ্যে রাজধানীতে শনাক্ত হয়েছে ১৯ হাজার ৩১৮ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ১৩ জন। এ সময় সুস্থ হয়েছে ২১ হাজার ৫৭১ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৮৭ জন। মৃত্যু হওয়া ৮৭ জনের মধ্যে রাজধানীতেই মারা গেছে ৮০ জন। আর ৮ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী এখন ভর্তি রয়েছে ৮৪০ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি–বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬৪০ জন রোগী ভর্তি আছে এবং ঢাকার বাইরে রোগী ভর্তি আছে ১৬০ জন। এ ছাড়া চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছে ৪ হাজার ৩০১ জন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ১১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩ জন, মুগদা জেনারেল হাসপাতালে ৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯ জন, বিজিবি হাসপাতালে ১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২ জন, সংক্রামক ব্যাধি হাসপাতালে ৪ জনসহ মোট ৫৮ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছে। অন্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
কীটতত্ত্ববিদেরা বলেছেন বৃষ্টিপাত না কমা পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে রোগীর সংখ্যা কমলেও এই মুহূর্তে প্রকোপ কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে, ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমে আসায় রাজধানীর অনেক এলাকায় এখন দুই সিটি করপোরেশনের নিয়মিত মশক নিধন কার্যক্রম চোখে পড়ছে না বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
অনিশ্চয়তা-সংশয় কাটিয়ে নির্ধারিত সময়েই ঘোষিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র। সরকারের পক্ষ থেকে গতকাল শনিবার জানানো হয়েছে, স্বৈরাচার পতনের বর্ষপূর্তির দিন ৫ আগস্ট মঙ্গলবার সব পক্ষের উপস্থিতিতেই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে।
২ ঘণ্টা আগেঅটিজম একাডেমির জন্য দক্ষ জনবল তৈরির অংশ হিসেবে শিক্ষকদের প্রশিক্ষণে খরচ হয়েছে ২৮ কোটি টাকার বেশি। তবে অটিজম একাডেমি তৈরির অসমাপ্ত প্রকল্প সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ পূর্ণাঙ্গ অটিজম একাডেমি না করেই প্রকল্পটির ইতি টানতে চায় মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে বিভিন্ন শ্রেণির প্রায় এক হাজার ওষুধের নিবন্ধন আবেদন দুই বছরের বেশি সময় ধরে ঔষধ প্রশাসন অধিদপ্তরে ঝুলে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বিএপিআই) নেতারা। এদিকে আগামী বছরের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও)
৭ ঘণ্টা আগেআদালতের অনুমতি সাপেক্ষে সাক্ষ্যগ্রহণ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে আজ শনিবার সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। নিরাপত্তার কারণে সাক্ষীদের ছবি বা ভিডিও ধারণ ও ঠিকানা প্রকাশ বা প্রচার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি।
৮ ঘণ্টা আগে