নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, বিচারব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার আনার কথা বলছে, তাতে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে চায়। এ সহায়তা কোন কোন ক্ষেত্রে কীভাবে দেওয়া যেতে পারে সে বিষয়ে কথা বলতে দেশটির একটি প্রতিনিধিদল গতকাল শনিবার ঢাকায় পৌঁছেছে।
মার্কিন সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত এই দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু ও অর্থ বিভাগের সহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও ডলার-সংকটের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার এগিয়ে নিয়ে কী করে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যায়, সে বিষয়গুলো আজ রোববার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় আসতে পারে।
প্রতিনিধিদলটি আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করবে।
সরকারের সঙ্গে আলোচনার প্রস্তুতি হিসেবে প্রতিনিধিদলটি গতকাল বাংলাদেশে বিনিয়োগ আছে, এমন বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে।
ব্রেন্ট নেইম্যান স্থানীয় একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) আয়োজনে এক বৈঠকে জানতে চান, এখানে ব্যবসার বাধাগুলো কী কী? আর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যবসার পরিবেশে কিছু পরিবর্তন শুরু হয়েছে কি না। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগকারী বড় ১০টি মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অ্যামচ্যাম প্রেসিডেন্ট সৈয়দ আরশাদ আহমেদ বৈঠক শেষে সাংবাদিকদের জানান, মার্কিন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলেছেন, নিয়ম মেনে এখানে ব্যবসা করতে গেলে করের বোঝা বেশি পড়ে। সরকারি বিভিন্ন সিদ্ধান্ত পেতে সময়ও বেশি লাগে। বিনিয়োগের সামগ্রিক পরিবেশ নেতিবাচক। ব্যাংক ও আর্থিক খাতে সুশাসনের মারাত্মক অভাব আছে। আইনশৃঙ্খলা খারাপ। বন্দর ব্যবস্থাপনা ও বিমানবন্দরের কার্যক্রমে অগ্রগতি কম। এতে ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে।
তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এনবিআরে সীমিত ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে, এমনটাও জানান তাঁরা।
মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, শেভরন, মেটলাইফ, মাইক্রোসফট, কোকাকোলা, জেনারেল ইলেকট্রনিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের কাছে তাদের পাওনা অর্থ ও ব্যবসার লভ্যাংশ বাংলাদেশ থেকে পাঠাতে পারছেন না।
ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভসহ অন্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, বিচারব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার আনার কথা বলছে, তাতে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে চায়। এ সহায়তা কোন কোন ক্ষেত্রে কীভাবে দেওয়া যেতে পারে সে বিষয়ে কথা বলতে দেশটির একটি প্রতিনিধিদল গতকাল শনিবার ঢাকায় পৌঁছেছে।
মার্কিন সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত এই দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু ও অর্থ বিভাগের সহকারী মন্ত্রী ব্রেন্ট নেইম্যান।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও ডলার-সংকটের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার এগিয়ে নিয়ে কী করে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যায়, সে বিষয়গুলো আজ রোববার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় আসতে পারে।
প্রতিনিধিদলটি আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দীন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করবে।
সরকারের সঙ্গে আলোচনার প্রস্তুতি হিসেবে প্রতিনিধিদলটি গতকাল বাংলাদেশে বিনিয়োগ আছে, এমন বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে।
ব্রেন্ট নেইম্যান স্থানীয় একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) আয়োজনে এক বৈঠকে জানতে চান, এখানে ব্যবসার বাধাগুলো কী কী? আর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যবসার পরিবেশে কিছু পরিবর্তন শুরু হয়েছে কি না। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগকারী বড় ১০টি মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অ্যামচ্যাম প্রেসিডেন্ট সৈয়দ আরশাদ আহমেদ বৈঠক শেষে সাংবাদিকদের জানান, মার্কিন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলেছেন, নিয়ম মেনে এখানে ব্যবসা করতে গেলে করের বোঝা বেশি পড়ে। সরকারি বিভিন্ন সিদ্ধান্ত পেতে সময়ও বেশি লাগে। বিনিয়োগের সামগ্রিক পরিবেশ নেতিবাচক। ব্যাংক ও আর্থিক খাতে সুশাসনের মারাত্মক অভাব আছে। আইনশৃঙ্খলা খারাপ। বন্দর ব্যবস্থাপনা ও বিমানবন্দরের কার্যক্রমে অগ্রগতি কম। এতে ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে।
তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এনবিআরে সীমিত ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে, এমনটাও জানান তাঁরা।
মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানান, শেভরন, মেটলাইফ, মাইক্রোসফট, কোকাকোলা, জেনারেল ইলেকট্রনিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের কাছে তাদের পাওনা অর্থ ও ব্যবসার লভ্যাংশ বাংলাদেশ থেকে পাঠাতে পারছেন না।
ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভসহ অন্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
কৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
১ ঘণ্টা আগেহাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মরিয়ম কনস্ট্রাকশনের নামে তিন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন আলম আহমেদ। সেই টাকায় রাজধানীর তেজগাঁওয়ে গড়ে তুলেছেন তারকা হোটেল ‘হলিডে ইন’। বছরের পর বছর হোটেল ব্যবসাও করছে, কিন্তু ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করেননি। তিন ব্যাংকের প্রায় দেড় হাজার কোটি টাকা পরিশোধ না করে পাড়ি...
২ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ছিল ছুটির দিন। তাই রাজধানীর বাংলাবাজারের সৃজনশীল প্রকাশনীগুলো বন্ধ থাকার কথা। কিন্তু পরদিন থেকে বইমেলার শুরু; এ কারণে প্রকাশকদের ব্যস্ততার শেষ নেই। পিকআপ ও ভ্যানে ওঠানো হচ্ছে নতুন বই। ছাপা, বাঁধাইয়ের কর্মী, শ্রমিক সবাই ব্যস্ত প্রথম দিনে নতুন বই পাঠকের সামনে তুলে ধরার কাজে। গতকাল রাতভ
৭ ঘণ্টা আগেজ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বেড়েছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ১ টাকা বেড়ে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা থেকে ১০৫ টাকা এবং অকটেন ১২৬ টাকা ও পেট্রল ১২২ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে...
১৩ ঘণ্টা আগে