কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশ, যারা মানবাধিকার ও আইনের শাসনের জন্য সব সময় সোচ্চার, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে আশ্রয় দিয়ে রেখেছে। খুনিদের এই আশ্রয় দেওয়ার বিষয়টি দুই দেশের জন্য লজ্জার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা বলেন। এ সময় একাডেমিতে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ করেন মন্ত্রী।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ১৫ আগস্টের খুনিরা যেসব দেশে অবস্থান করছেন, সরকার কি তাদের বোঝাতে ব্যর্থ হচ্ছে যে, ওই হত্যাকাণ্ডে জড়িতদের কেন ফেরানো দরকার—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন দেশে লুকিয়ে আছেন। একজন যুক্তরাষ্ট্রে আছেন। আরেকজন কানাডায় আছেন। বাকি তিনজনের অবস্থানের বিষয়ে কোনো কিছু সরকারের জানা নেই।
মন্ত্রী বলেন, আত্মস্বীকৃত খুনিকে আশ্রয় দিয়ে মানবাধিকারের কথা বলা ঠিক মেলে না। দেশগুলোকে জানানো হয়েছে, যাঁদের আশ্রয় দিয়েছে, তাঁরা কী ধরনের অপরাধী। দেশগুলো হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে জানতে চেয়েছে। বিচারের পুরো প্রক্রিয়ার কথা তাদের জানানো হয়েছে। এতসব করার পর দেশগুলো এখন বিভিন্ন অজুহাত দেয়। তারা খুনিদের ফেরত দেয়নি। এটা খুবই দুঃখের বিষয়। খুনিরা যেখানে আশ্রয় নিয়েছেন, সেখানে সরকারি ব্যবস্থার মধ্যে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন—এমন অভিযোগ করে মোমেন বলেন, তাঁদের ফেরত না দিয়ে অজুহাত দেওয়ার ব্যাপারটি ওইসব দেশের জন্য লজ্জার।
বাংলাদেশের আদালতের রায়ে সাজাপ্রাপ্ত পলাতক ব্যক্তিদের মধ্যে এসএইচএমবি নূর চৌধুরী কানাডায় রাজনৈতিক আশ্রয়ে আছেন। সরকার তাঁকে ফেরত চেয়েছে, এমনটি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডা একটা না একটা বাহানা দেয়। একটি বড় বাহানা হচ্ছে, আদালত তাঁকে (নূর) ফাঁসির রায় দিয়েছে। কিন্তু তাঁর সুযোগ আছে, তিনি এখানে এসে ক্ষমা চাইতে পারেন। কিন্তু কানাডা বলছে, যেসব দেশে ফাঁসির বিধান আছে, সেসব দেশে তারা পাঠায় না। তিনি কানাডার নাগরিক বা অবৈধ অভিবাসী কি না, সেটাও তারা ঠিক করে বলে না।
আদালতের রায়ে সাজাপ্রাপ্ত পলাতক ব্যক্তিদের মধ্যে এমএ রাশেদ চৌধুরী আছেন যুক্তরাষ্ট্রে। মন্ত্রী বলেন, দেশটি বিচার প্রক্রিয়া নিয়ে জানতে চেয়েছিল। তাদের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার কথা জানানো হয়েছে। রাশেদ চৌধুরীর বিষয়টি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে আছে বলে দেশটি জানায়। কিন্তু অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে দেখা করার সুযোগ করে দেয় না।
যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশ, যারা মানবাধিকার ও আইনের শাসনের জন্য সব সময় সোচ্চার, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে আশ্রয় দিয়ে রেখেছে। খুনিদের এই আশ্রয় দেওয়ার বিষয়টি দুই দেশের জন্য লজ্জার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা বলেন। এ সময় একাডেমিতে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ করেন মন্ত্রী।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ১৫ আগস্টের খুনিরা যেসব দেশে অবস্থান করছেন, সরকার কি তাদের বোঝাতে ব্যর্থ হচ্ছে যে, ওই হত্যাকাণ্ডে জড়িতদের কেন ফেরানো দরকার—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন দেশে লুকিয়ে আছেন। একজন যুক্তরাষ্ট্রে আছেন। আরেকজন কানাডায় আছেন। বাকি তিনজনের অবস্থানের বিষয়ে কোনো কিছু সরকারের জানা নেই।
মন্ত্রী বলেন, আত্মস্বীকৃত খুনিকে আশ্রয় দিয়ে মানবাধিকারের কথা বলা ঠিক মেলে না। দেশগুলোকে জানানো হয়েছে, যাঁদের আশ্রয় দিয়েছে, তাঁরা কী ধরনের অপরাধী। দেশগুলো হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে জানতে চেয়েছে। বিচারের পুরো প্রক্রিয়ার কথা তাদের জানানো হয়েছে। এতসব করার পর দেশগুলো এখন বিভিন্ন অজুহাত দেয়। তারা খুনিদের ফেরত দেয়নি। এটা খুবই দুঃখের বিষয়। খুনিরা যেখানে আশ্রয় নিয়েছেন, সেখানে সরকারি ব্যবস্থার মধ্যে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন—এমন অভিযোগ করে মোমেন বলেন, তাঁদের ফেরত না দিয়ে অজুহাত দেওয়ার ব্যাপারটি ওইসব দেশের জন্য লজ্জার।
বাংলাদেশের আদালতের রায়ে সাজাপ্রাপ্ত পলাতক ব্যক্তিদের মধ্যে এসএইচএমবি নূর চৌধুরী কানাডায় রাজনৈতিক আশ্রয়ে আছেন। সরকার তাঁকে ফেরত চেয়েছে, এমনটি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডা একটা না একটা বাহানা দেয়। একটি বড় বাহানা হচ্ছে, আদালত তাঁকে (নূর) ফাঁসির রায় দিয়েছে। কিন্তু তাঁর সুযোগ আছে, তিনি এখানে এসে ক্ষমা চাইতে পারেন। কিন্তু কানাডা বলছে, যেসব দেশে ফাঁসির বিধান আছে, সেসব দেশে তারা পাঠায় না। তিনি কানাডার নাগরিক বা অবৈধ অভিবাসী কি না, সেটাও তারা ঠিক করে বলে না।
আদালতের রায়ে সাজাপ্রাপ্ত পলাতক ব্যক্তিদের মধ্যে এমএ রাশেদ চৌধুরী আছেন যুক্তরাষ্ট্রে। মন্ত্রী বলেন, দেশটি বিচার প্রক্রিয়া নিয়ে জানতে চেয়েছিল। তাদের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার কথা জানানো হয়েছে। রাশেদ চৌধুরীর বিষয়টি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের দপ্তরে আছে বলে দেশটি জানায়। কিন্তু অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে দেখা করার সুযোগ করে দেয় না।
পুরোনো লোগোতে দেখা যায়, ওপরে শাপলা ও দুই পাশে পাট পাতা, মাঝে পালতোলা নৌকা এবং নিচে বি ডি জে লেখা। নতুন লোগোতে দেখা গেছে, মাঝে শুধু পালতোলা নৌকা বাদ দেওয়া হয়েছে। পালতোলা নৌকা বাদ দিয়ে কারা অধিদপ্তরের চাবি ও ব্যাটনের চিহ্ন দেওয়া হয়েছে...
৭ মিনিট আগেবিবাহবিচ্ছেদ হওয়া দম্পতিদের শিশুসন্তানদের অভিভাবকত্ব ও হেফাজত সম্পর্কে মামলাগুলো দীর্ঘ সময় ধরে চলা ‘দুঃখ ও হতাশাজনক এবং ন্যায়নীতির পরিপন্থী’ আখ্যায়িত করে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে পারিবারিক আদালতগুলোকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে এক শিক্ষিকার রিট আবেদনের সূত্র ধরে দেওয়া উচ্চ আদালতের...
৮ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি তরুণদের জন্যও কোটা চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সংস্কার কমিশন এঁদের জন্য ১০ শতাংশ মনোনয়নের সুযোগ রাখার সুপারিশ করেছে।
৮ ঘণ্টা আগেঅমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার বিকেল ৩টায়। প্রধান উপদেষ্টা মেলা দেখে যেতে যেতে সাড়ে ৪টা। কিন্তু দর্শনার্থী আর পাঠক আগেই হাজির মেলা ফটকে। নতুন বইয়ের গন্ধ নিতে আর যেন তর সইছিল না। অনুমতি মিলতেই হুড়মুড় করে ঢুকে পড়লেন সবাই।
১৬ ঘণ্টা আগে