Ajker Patrika

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে নতুন সচিব মোস্তাফিজুর রহমান

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১১: ১৬
Thumbnail image

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মোস্তাফিজুর রহমান জননিরাপত্তা বিভাগের বর্তমান জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩১ মার্চ থেকে এই আদেশ কার্যকর হবে। আমিনুল ইসলাম খান ২০২২ সালের ৩০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব পদে যোগদান করেন। আগামী ৩১ মার্চ তিনি অবসরে যাবেন। এরপর তাঁর স্থলে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান যোগদান করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত