Ajker Patrika

সেই আব্দুস সবুর মণ্ডলকে বাধ্যতামূলক অবসর

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১২: ০৬
মো. আব্দুস সবুর মন্ডল। ছবি: সংগৃহীত
মো. আব্দুস সবুর মন্ডল। ছবি: সংগৃহীত

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মণ্ডলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এটুআই প্রকল্পের যুগ্ম সচিব থাকার সময় তাঁর জন্য তিন ঘণ্টা দেরি করে ফেরি ছাড়ায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী সবুর মণ্ডলকে অবসরে পাঠিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার।

চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠাতে পারে। তবে তার আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুস সবুর মণ্ডলের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠাল। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

২০১৯ সালের আগস্টে সবুর মণ্ডলের কারণে ফেরি তিন ঘণ্টা দেরি করে ছাড়ার ফলে ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষ মারা যায়। ওই সময় তদন্তেও এর প্রমাণ পাওয়া যায়।

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত তিতাস ঘোষকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছিল। কিন্তু মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে সবুর মণ্ডলের জন্য তিন ঘণ্টা দেরি করে ফেরি ছাড়ে। এমন পরিস্থিতিতে ফেরিতেই মারা যায় তিতাস।

আব্দুর সবুর মণ্ডল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত