Ajker Patrika

আইন চেয়ে সার্চ কমিটির সুপারিশ দিল বিকল্পধারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ২২: ০৫
আইন চেয়ে সার্চ কমিটির সুপারিশ দিল বিকল্পধারা

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে স্থায়ী আইনের দাবি জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। তবে সময়স্বল্পতার বাস্তবতার কথা ভেবে বর্তমান পরিস্থিতিতে দলটি একটি সার্চ কমিটির সুপারিশও দিয়েছে রাষ্ট্রপতির কাছে। এই সুপারিশনামায় তিনজন সদস্যের নাম প্রস্তাব করেছে বিকল্পধারা। 

আজ রোববার রাতে বঙ্গভবনে ইসি গঠন নিয়ে সংলাপ শেষে এসব কথা জানান যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী।  

মাহি বি চৌধুরী বলেন, ‘আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠনে একটি স্থায়ী আইনের বিষয়ে আলোচনা করেছি। কিন্তু এই স্বল্প সময়ে নির্দিষ্ট আইন প্রণয়ন করা হয়তো সম্ভব নয়। তাই বিকল্প পন্থা হিসেবে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এর মধ্যে আমরা তিনটি প্রস্তাবও দিয়েছি। সার্চ কমিটির সদস্য হিসেবে তিনজনের নাম দিয়েছি রাষ্ট্রপতির কাছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত