নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ধানমন্ডির ৩২-নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে নতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা শ্রদ্ধা নিবেদন করেন। পরে মন্ত্রিসভার সদস্যদের তিনি আবারও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বেলা ১১টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হয়েছেন ২৫ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। একই অনুষ্ঠানে বঙ্গভবনে শপথ নিয়েছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন মন্ত্রিসভার শপথ শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে ১৭ জন নতুন মুখ।
দায়িত্ব বণ্টনে শেখ হাসিনা তার নিজের হাতে রেখেছেন ৬টি মন্ত্রণালয়। এগুলো হলো—মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; শ্রম ও কর্ম কর্মসংস্থান মন্ত্রণালয়।
সদ্যবিদায়ী সরকারের ৮ মন্ত্রীকে আগের দায়িত্বে রেখেছেন শেখ হাসিনা। তাঁরা হলে—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ওবায়দুল কাদের, আইন মন্ত্রণালয়ে আনিসুল হক, শিল্প মন্ত্রণালয়ে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে রয়েছে গেছেন মো. তাজুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয় রয়েছে সাধন চন্দ্র মজুমদারের হাতে এবং ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) ধরে রেখেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
বিগত কোনো সরকারে মন্ত্রিসভায় থাকা ৫ জনকে ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা। তাদের মধ্যে আবুল হাসান মাহমুদ আলী পেয়েছেন অর্থ মন্ত্রণালয়, মুহাম্মদ ফারুক খান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, নারায়ণ চন্দ্র চন্দ ভূমি মন্ত্রণালয়, জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সাবের হোসেন চৌধুরী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় পেয়েছে।
একেবারে নতুন মুখ হিসেবে ৭ জনকে মন্ত্রী হিসেবে সরকারে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের মধ্যে—আব্দুস সালাম পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়, র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মো. আব্দুর রহমান পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; আব্দুস শহীদ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়, সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট) পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জিল্লুল হাকিম পেয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং নাজমুল হাসান পাপন পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সদ্যবিদায়ী সরকারে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে এবার মন্ত্রী হয়েছেন ৩ জন। তাদের মধ্যে—মো. ফরিদুল হক খান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে, ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। সদ্যবিদায়ী সরকারে দুজন মন্ত্রীর দপ্তর বদল হয়েছে। তাদের মধ্যে—পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হাছান মাহমুদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ডা. দীপু মনি।
পুরোনো দপ্তরে থাকছেন চারজন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে খালিদ মাহমুদ চৌধুরী থাকছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ে, জুনাইদ আহমেদ পলক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে, জাহিদ ফারুক পানি সম্পদ মন্ত্রণালয়ে এবং নসরুল হামিদ বিদ্যুৎ বিভাগে (এবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্ব নেই)।
প্রতিমন্ত্রীদের মধ্যে বাকি সাতজনই নতুন। তাদের মধ্যে সিমিন হোসেন রিমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে, কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে, মহিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে, মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে, শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, বেগম রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে এবং আহসানুল ইসলাম টিটু বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ধানমন্ডির ৩২-নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে নতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা শ্রদ্ধা নিবেদন করেন। পরে মন্ত্রিসভার সদস্যদের তিনি আবারও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বেলা ১১টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হয়েছেন ২৫ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। একই অনুষ্ঠানে বঙ্গভবনে শপথ নিয়েছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন মন্ত্রিসভার শপথ শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে ১৭ জন নতুন মুখ।
দায়িত্ব বণ্টনে শেখ হাসিনা তার নিজের হাতে রেখেছেন ৬টি মন্ত্রণালয়। এগুলো হলো—মন্ত্রিপরিষদ বিভাগ; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; শ্রম ও কর্ম কর্মসংস্থান মন্ত্রণালয়।
সদ্যবিদায়ী সরকারের ৮ মন্ত্রীকে আগের দায়িত্বে রেখেছেন শেখ হাসিনা। তাঁরা হলে—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ওবায়দুল কাদের, আইন মন্ত্রণালয়ে আনিসুল হক, শিল্প মন্ত্রণালয়ে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে রয়েছে গেছেন মো. তাজুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয় রয়েছে সাধন চন্দ্র মজুমদারের হাতে এবং ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) ধরে রেখেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
বিগত কোনো সরকারে মন্ত্রিসভায় থাকা ৫ জনকে ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা। তাদের মধ্যে আবুল হাসান মাহমুদ আলী পেয়েছেন অর্থ মন্ত্রণালয়, মুহাম্মদ ফারুক খান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, নারায়ণ চন্দ্র চন্দ ভূমি মন্ত্রণালয়, জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সাবের হোসেন চৌধুরী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় পেয়েছে।
একেবারে নতুন মুখ হিসেবে ৭ জনকে মন্ত্রী হিসেবে সরকারে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের মধ্যে—আব্দুস সালাম পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়, র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মো. আব্দুর রহমান পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; আব্দুস শহীদ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়, সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট) পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জিল্লুল হাকিম পেয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং নাজমুল হাসান পাপন পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সদ্যবিদায়ী সরকারে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে এবার মন্ত্রী হয়েছেন ৩ জন। তাদের মধ্যে—মো. ফরিদুল হক খান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে, ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। সদ্যবিদায়ী সরকারে দুজন মন্ত্রীর দপ্তর বদল হয়েছে। তাদের মধ্যে—পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হাছান মাহমুদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ডা. দীপু মনি।
পুরোনো দপ্তরে থাকছেন চারজন প্রতিমন্ত্রী। তাদের মধ্যে খালিদ মাহমুদ চৌধুরী থাকছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ে, জুনাইদ আহমেদ পলক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে, জাহিদ ফারুক পানি সম্পদ মন্ত্রণালয়ে এবং নসরুল হামিদ বিদ্যুৎ বিভাগে (এবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্ব নেই)।
প্রতিমন্ত্রীদের মধ্যে বাকি সাতজনই নতুন। তাদের মধ্যে সিমিন হোসেন রিমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে, কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে, মহিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে, মোহাম্মদ আলী আরাফাত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে, শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, বেগম রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে এবং আহসানুল ইসলাম টিটু বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। ১৪টি ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৪৫ লাখ টাকা জমা আছে বলে আদালত সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগেভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকা। আজ বুধবার সকালে ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগেআনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন অধ্যাপক সি আর আবরার। আজ বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে শপথ নেন উপদেষ্টা পরিষদের এই নতুন সদস্য। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে উপদেষ্টা হিসেবে শপথ নিলেন তিনি।
২ ঘণ্টা আগেজনগুরুত্বপূর্ণ সব নাগরিক সেবা এক ছাতার নিচে আনতে নতুন একটি কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। স্বাধীন এই কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম-মৃত্যু, বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন, ইউনিক আইডিসহ নাগরিক সেবার গুরুত্বপূর্ণ সব কাজ হবে।
৯ ঘণ্টা আগে