Ajker Patrika

অভিনয় থেকে মাহির বছরে আয় ৪ লাখ, ব্যাংকে ১ লাখ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৮: ৪৩
অভিনয় থেকে মাহির বছরে আয় ৪ লাখ, ব্যাংকে ১ লাখ

অভিনয় থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহি বছরের মাত্র চার লাখ টাকা আয় করেন। তাঁর হাতে এখন আছে নগদ দেড় লাখ টাকা। ব্যাংকে আছে এক লাখের কিছু বেশি। মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন, তাতে দেখা গেছে মাহির এ আয়ের চিত্র। 

হলফনামায় নিজের ও স্বামীর স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ দিয়েছেন নায়িকা মাহি। এতে দেখা যায়, মাহির শিক্ষাগত যোগ্যতা বিবিএ। তাঁর পেশা অভিনয় ও ব্যবসা। তবে কী ব্যবসা করেন তা উল্লেখ করেননি। যদিও ব্যবসা থেকে তিনি বছরে আয় করেন তিন লাখ টাকা। আর অভিনয় থেকে তাঁর আয় মাত্র চার লাখ টাকা। 

অন্যান্য খাত থেকে আরও ১ লাখ ২৫ হাজার টাকা আয় হয় মাহির। মাহির হাতে নগদ টাকা আছে দেড় লাখ। আর স্বামীর কাছে আছে তিন লাখ টাকা। নিজের নামে ব্যাংকে জমা আছে ১ লাখ ১৪ হাজার টাকা এবং স্বামীর নামে আছে ২৫ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। ৫৬ লাখ ১৪ হাজার মূল্যের একটি জিপ গাড়ির মালিক তিনি। আর স্বামীর আছে ৮৩ লাখ মূল্যের একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি।

মাহির স্বর্ণ আছে ৩০ তোলা, যার মূল্য ১৫ লাখ টাকা। আর মাহির স্বামীর ৫০ তোলা স্বর্ণের মূল্য দেখানো হয়েছে ২৫ লাখ টাকা। তবে মাহির ঋণ রয়েছে ১৮ লাখ ২০ হাজার ৫২০ টাকা। মাহির বিরুদ্ধে ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা চলছে বলেও উল্লেখ করেছেন হলফনামায়।   

হলফনামায় দেওয়া তথ্যের বিষয়ে জানতে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘হলফনামায় আমার কোনো সম্পত্তি লুকানো নেই। যতটুকু যা আছে সবই উল্লেখ করা হয়েছে।’ 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলের মনোনয়ন কিনেছিলেন তিনি। কিন্তু দলের মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন নির্বাচন কমিশনে। ৩ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ তাঁর নিজ কার্যালয়ে আসন্ন এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। ওই দিন চিত্রনায়িকা মাহির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। 

নায়িকা মাহিয়া মাহির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। পার্শ্ববর্তী তানোর উপজেলায় তাঁর নানার বাড়ি। এ আসন থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত