Ajker Patrika

সাইবার নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২১: ১৭
সাইবার নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশ

সাইবার নিরাপত্তা বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বিকেলে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।  

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আরও জোর দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’ 

হঠাৎ করে সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়ে তৎপরতার কারণ কী? সাংবাদিকদের এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দুই-তিন বছর ধরেই সাইবার নিরাপত্তা বাড়ানোর বিষয়টি দেখা হচ্ছিল। হঠাৎ করে এটি করার সিদ্ধান্ত হয়নি। সাইবার নিরাপত্তা বাড়াতে আরও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নির্দেশনা রয়েছে। যাতে কোনোভাবেই ওয়েবসাইট হ্যাক করা না যায়।’ 

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আরও বেশি সচেতন হওয়া দরকার। কারণ দেশ এখন আস্তে আস্তে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে যাচ্ছে। সাইবার সিকিউরিটি তো সাধারণ একটি ধারণা।’ 

ন্যাশনাল ডেটা সেন্টার ও সাবমেরিন ক্যাবলের নিরাপত্তা ইস্যুতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ন্যাশনাল ডেটা সেন্টারের সিকিউরিটির বিষয়ে আরেকটু শক্তিশালীভাবে দেখতে বলা হয়েছে। সাবমেরিন ক্যাবলের পরে আরেকটি ক্যাবল অনুমোদন করা হয়েছে। সেগুলো যেন আরও দ্রুত কাজ করা হয় সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

তৃতীয় শ্রেণিতেও বৃত্তি দেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষাসচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত