নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীত চলে আসছে, তবু থামছে না ডেঙ্গু। প্রতিদিনই শত শত মানুষ এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। মারাও যাচ্ছে অনেকে। গত ২৪ ঘণ্টায়ও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু সন্দেহভাজন রোগীদের মধ্যে ৪৪০ জনের দেহে ভাইরাসটি নিশ্চিত হওয়া গেছে। এই নিয়ে দেশে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৩৫ হাজার ২৬২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চলতি মাসেই আক্রান্ত ১৯ হাজার ১৭০ জন, যা গত মাসের চেয়ে প্রায় দ্বিগুণ।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩ হাজার ৫৩৯ জন। এদের মধ্যে রাজধানীর ৫৩টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২ হাজার ২৮০ জন এবং বাইরে ১ হাজার ২৫৯ জন।
অন্যদিকে নতুন করে পাঁচজনসহ দেশে এ বছর মৃতের সংখ্যা বেড়ে ১২৮-এ ঠেকেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৩ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। আর জেলাভিত্তিক এখন পর্যন্ত মৃতের সংখ্যায় শীর্ষে কক্সবাজার। এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে সেখানে। জেলাটিতে আক্রান্ত ও মৃতদের বড় একটি অংশ রোহিঙ্গা।
এদিকে ডেঙ্গুর প্রকোপ থামাতে এডিস মশার প্রজননকেন্দ্র ধ্বংসে দ্বিতীয় দফায় ১৮ থেকে ২৫ আগস্ট পর্যন্ত অভিযান চালায় ঢাকার দুই সিটি করপোরেশন। কিন্তু সম্প্রতি হওয়া ঘূর্ণিঝড়ের কারণে আবারও প্রকোপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শীত চলে আসছে, তবু থামছে না ডেঙ্গু। প্রতিদিনই শত শত মানুষ এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। মারাও যাচ্ছে অনেকে। গত ২৪ ঘণ্টায়ও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু সন্দেহভাজন রোগীদের মধ্যে ৪৪০ জনের দেহে ভাইরাসটি নিশ্চিত হওয়া গেছে। এই নিয়ে দেশে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৩৫ হাজার ২৬২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চলতি মাসেই আক্রান্ত ১৯ হাজার ১৭০ জন, যা গত মাসের চেয়ে প্রায় দ্বিগুণ।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩ হাজার ৫৩৯ জন। এদের মধ্যে রাজধানীর ৫৩টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২ হাজার ২৮০ জন এবং বাইরে ১ হাজার ২৫৯ জন।
অন্যদিকে নতুন করে পাঁচজনসহ দেশে এ বছর মৃতের সংখ্যা বেড়ে ১২৮-এ ঠেকেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৩ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। আর জেলাভিত্তিক এখন পর্যন্ত মৃতের সংখ্যায় শীর্ষে কক্সবাজার। এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে সেখানে। জেলাটিতে আক্রান্ত ও মৃতদের বড় একটি অংশ রোহিঙ্গা।
এদিকে ডেঙ্গুর প্রকোপ থামাতে এডিস মশার প্রজননকেন্দ্র ধ্বংসে দ্বিতীয় দফায় ১৮ থেকে ২৫ আগস্ট পর্যন্ত অভিযান চালায় ঢাকার দুই সিটি করপোরেশন। কিন্তু সম্প্রতি হওয়া ঘূর্ণিঝড়ের কারণে আবারও প্রকোপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরপর তিনটি নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে মানুষ। দেড় দশকের কর্তৃত্ববাদী শাসন, চাকরিতে বৈষম্য, সীমাহীন দুর্নীতি, ব্যাংক খাতে লুটপাট, বিরোধী মত দমনে গুম, খুন ও নির্যাতনে ক্ষুব্ধ ছিল জনগণ। সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে জুলাইয়ে ছাত্র- জনতার আন্দোলনে।
১ ঘণ্টা আগেটানা তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে এবং দমনপীড়নের নির্লজ্জ রূপ প্রদর্শন করে ১৫ বছর ৭ মাস প্রধানমন্ত্রিত্ব ধরে রাখার মাধ্যমে শেখ হাসিনা বিশ্বের অন্যতম নিকৃষ্ট স্বৈরাচারী শাসকদের কাতারে নিজের অবস্থান পাকা করেছিলেন।
২ ঘণ্টা আগেছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মধ্যে প্রায় ১ হাজার ৪০০ অস্ত্র ও আড়াই লাখের মতো গোলাবারুদ এক বছরেও উদ্ধার হয়নি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খুন, ডাকাতি, ছিনতাইয়ের...
২ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে উত্তরার রবীন্দ্র সরোবরে ‘মুগ্ধ মঞ্চ’ নির্মাণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে নির্মিত মঞ্চটি আজ সোমবার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, ‘ফ্যাসিবাদের বীজ যেখানে
৫ ঘণ্টা আগে