Ajker Patrika

ওমিক্রনের কারণে সফর বাতিল করে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওমিক্রনের কারণে সফর বাতিল করে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েও দুবাই থেকে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম আই প্রধান এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গতকাল (শনিবার) সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফিরে এসেছেন তিনি। 

প্রধান জানান, জাহিদ মালেক খুব দ্রুতই দেশে ওমিক্রন মোকাবিলা করার বিষয়টি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করবেন। বৈঠক শেষে সেদিনই মিডিয়া ব্রিফ করে স্বাস্থ্য খাতের প্রস্তুতির আপডেট তথ্য দেশবাসীকে অবগত করবেন। 

গত শনিবার (২৭ নভেম্বর) দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের যোগাযোগের স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে এয়ারপোর্ট, ল্যান্ডপোর্টসহ দেশের সব প্রবেশপথে স্ক্রিনিং আরো জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত