নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দীর্ঘ ১৬ বছর পর র্যাবে পুলিশ সুপার পদের ৪৮ কর্মকর্তার পদায়ন হয় চলতি মাসের ১৬ তারিখ। মিশ্র বাহিনীটিতে পুলিশের জন্য উপপরিচালক পদে মাত্র নয়টা পদ খালি থাকায় বিষয়টি নিয়ে জলঘোলা হয়। সেই ঘটনার দুই সপ্তাহের মধ্যে ৫০ জন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারকে সরিয়ে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি পার্সোনেল ম্যানেজমেন্ট কাজী জিয়া উদ্দিনের স্বাক্ষরিত চিঠিতে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৪০ জন সহকারী পুলিশ সুপারকে জনস্বার্থে বদলি অথবা পদায়নের নির্দেশ দেওয়া হয়। এসব কর্মকর্তারা সবাই র্যাবের বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছেন।
চিঠিতে বলা হয়, আগামী ৩ জুনের মধ্যে সবাইকে নিজের দপ্তরের কাজ বুঝিয়ে দিতে হবে। অন্যথায় ৪ জুন থেকে স্ট্যান্ড রিলিজ করা হবে।
বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাননি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। তবে পুলিশ সদর দপ্তর সূত্র জানা যায়, র্যাবে কমতে থাকা পুলিশের রেশীয় এবং ইউনিট হিসাবে শক্তি বাড়াতেই এ পদক্ষেপ।
সিদ্ধান্ত পুলিশ সদর দপ্তরের তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় র্যাব সদর দপ্তর।
২০০৪ সালে র্যাব গঠনের পর থেকেই ঠান্ডা লড়াই চলে আসছে র্যাবের ভেতরে পুলিশ ও সশস্ত্র বাহিনী থেকে আসা সদস্যদের মধ্যে। পুলিশ সুপার (এসপি) পদের কর্মকর্তারা র্যাবে অধিনায়কত্ব পান না বলে এলিট ফোর্সে চাকরি করতে চান না। সশস্ত্রবাহিনী থেকে লেফটেন্যান্ট কর্নেল আর পুলিশ থেকে অতিরিক্ত ডিআইজি পর্যায়ের কর্মকর্তাদের ব্যাটালিয়ন কিংবা কোনো বিভাগের পরিচালক পদে দায়িত্ব পালন করতে পারেন। পুলিশ সুপার পদের কর্মকর্তাদের অধিনায়ক বা পরিচালকের নির্দেশে চলতে হয়। ১৬ মে পুলিশের ৬৩ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার পদায়নের নির্দেশ আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। যার মধ্যে ৪৮ জনকে পোস্টিং দেওয়া হয়েছে র্যাবে। এরপরই উসকে ওঠে প্রায় দেড় যুগ সময় ধরে চলমান অমীমাংসিত বিতর্ক।
২০০৪ সালে প্রতিষ্ঠার সময় বিভিন্ন বাহিনীর সদস্যদের জন্য কোটা ব্যবস্থা জারি করে সরকার। বিধি অনুসারে ৪৪ শতাংশ সশস্ত্র বাহিনী, ৪৪ শতাংশ পুলিশ বাহিনী, ৬ শতাংশ বিজিবি, ৪ শতাংশ আনসার ও ভিডিপি, ১ শতাংশ বাংলাদেশ কোস্টগার্ড এবং সিভিল প্রশাসন থেকে ১ শতাংশ এভাবে মোট ১০০ ভাগ জনবল নিয়ে র্যাব কাজ করার কথা।
দীর্ঘদিন পুলিশ সুপার পদের কারও পদায়ন না হওয়ায় বিষয়টি একেবারেই হিসেবের বাইরেই ছিল বাহিনীটির। এ মুহূর্তে পুরো র্যাবে উপপরিচালক বা কোম্পানি কমান্ডার পদ রয়েছে ১০৮ জন। ৬৪ জন আছেন পদে, ১৪ জনের সম্প্রতি সশস্ত্র বাহিনী থেকে পদায়নের নির্দেশ হয়েছে। সব মিলিয়ে ১০৮টি ডিডি পদের মধ্যে ৯৭টি পদে বিভিন্ন বাহিনীর কর্মকর্তা বহাল আছেন। খালি আছে ১১ টি। এর মধ্যে পুলিশের জন্য রেশীয় হিসাবে বরাদ্দ আছে মাত্র ৯টি পদ। সেখানে ৪৮ জনের পদায়ন কীভাবে হবে, তার কোনো সমাধান করতে পারছে না র্যাব সদর দপ্তর।
ঢাকা: দীর্ঘ ১৬ বছর পর র্যাবে পুলিশ সুপার পদের ৪৮ কর্মকর্তার পদায়ন হয় চলতি মাসের ১৬ তারিখ। মিশ্র বাহিনীটিতে পুলিশের জন্য উপপরিচালক পদে মাত্র নয়টা পদ খালি থাকায় বিষয়টি নিয়ে জলঘোলা হয়। সেই ঘটনার দুই সপ্তাহের মধ্যে ৫০ জন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারকে সরিয়ে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি পার্সোনেল ম্যানেজমেন্ট কাজী জিয়া উদ্দিনের স্বাক্ষরিত চিঠিতে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৪০ জন সহকারী পুলিশ সুপারকে জনস্বার্থে বদলি অথবা পদায়নের নির্দেশ দেওয়া হয়। এসব কর্মকর্তারা সবাই র্যাবের বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছেন।
চিঠিতে বলা হয়, আগামী ৩ জুনের মধ্যে সবাইকে নিজের দপ্তরের কাজ বুঝিয়ে দিতে হবে। অন্যথায় ৪ জুন থেকে স্ট্যান্ড রিলিজ করা হবে।
বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাননি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। তবে পুলিশ সদর দপ্তর সূত্র জানা যায়, র্যাবে কমতে থাকা পুলিশের রেশীয় এবং ইউনিট হিসাবে শক্তি বাড়াতেই এ পদক্ষেপ।
সিদ্ধান্ত পুলিশ সদর দপ্তরের তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় র্যাব সদর দপ্তর।
২০০৪ সালে র্যাব গঠনের পর থেকেই ঠান্ডা লড়াই চলে আসছে র্যাবের ভেতরে পুলিশ ও সশস্ত্র বাহিনী থেকে আসা সদস্যদের মধ্যে। পুলিশ সুপার (এসপি) পদের কর্মকর্তারা র্যাবে অধিনায়কত্ব পান না বলে এলিট ফোর্সে চাকরি করতে চান না। সশস্ত্রবাহিনী থেকে লেফটেন্যান্ট কর্নেল আর পুলিশ থেকে অতিরিক্ত ডিআইজি পর্যায়ের কর্মকর্তাদের ব্যাটালিয়ন কিংবা কোনো বিভাগের পরিচালক পদে দায়িত্ব পালন করতে পারেন। পুলিশ সুপার পদের কর্মকর্তাদের অধিনায়ক বা পরিচালকের নির্দেশে চলতে হয়। ১৬ মে পুলিশের ৬৩ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার পদায়নের নির্দেশ আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। যার মধ্যে ৪৮ জনকে পোস্টিং দেওয়া হয়েছে র্যাবে। এরপরই উসকে ওঠে প্রায় দেড় যুগ সময় ধরে চলমান অমীমাংসিত বিতর্ক।
২০০৪ সালে প্রতিষ্ঠার সময় বিভিন্ন বাহিনীর সদস্যদের জন্য কোটা ব্যবস্থা জারি করে সরকার। বিধি অনুসারে ৪৪ শতাংশ সশস্ত্র বাহিনী, ৪৪ শতাংশ পুলিশ বাহিনী, ৬ শতাংশ বিজিবি, ৪ শতাংশ আনসার ও ভিডিপি, ১ শতাংশ বাংলাদেশ কোস্টগার্ড এবং সিভিল প্রশাসন থেকে ১ শতাংশ এভাবে মোট ১০০ ভাগ জনবল নিয়ে র্যাব কাজ করার কথা।
দীর্ঘদিন পুলিশ সুপার পদের কারও পদায়ন না হওয়ায় বিষয়টি একেবারেই হিসেবের বাইরেই ছিল বাহিনীটির। এ মুহূর্তে পুরো র্যাবে উপপরিচালক বা কোম্পানি কমান্ডার পদ রয়েছে ১০৮ জন। ৬৪ জন আছেন পদে, ১৪ জনের সম্প্রতি সশস্ত্র বাহিনী থেকে পদায়নের নির্দেশ হয়েছে। সব মিলিয়ে ১০৮টি ডিডি পদের মধ্যে ৯৭টি পদে বিভিন্ন বাহিনীর কর্মকর্তা বহাল আছেন। খালি আছে ১১ টি। এর মধ্যে পুলিশের জন্য রেশীয় হিসাবে বরাদ্দ আছে মাত্র ৯টি পদ। সেখানে ৪৮ জনের পদায়ন কীভাবে হবে, তার কোনো সমাধান করতে পারছে না র্যাব সদর দপ্তর।
সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দলের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে।
৪ ঘণ্টা আগেজাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯ টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। এসব পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে।
৭ ঘণ্টা আগেজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, নারী প্রতিনিধিত্ব ও রাষ্ট্রপতির ক্ষমতাসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অগ্রগতি হয়েছে। তবে এখনো কিছু বিষয়ে আলোচনা বাকি রয়েছে, যেগুলো আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) চূড়ান্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
৭ ঘণ্টা আগেদুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ওএসডি এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে