নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ার্কার্স পার্টি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘বাজারে আসার আগেই মিলগেটে চালের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা বাড়ানো হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমবায় দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) উদ্যোগে ‘খাদ্য নিরাপত্তা, ক্ষুদ্র কৃষকদের সংকট ও সমবায়ের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
মেনন বলেন, ‘বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে, দুর্ভিক্ষের বিষয়টি সামনে এসেছে। মানুষ খাদ্য কিনতে পারছে কি না বা তার ক্রয়ক্ষমতা আছে কি না—এটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে এখন থেকেই সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। ২০০ উপজেলায় যে শয্যাগার নির্মাণ হচ্ছে, তার মালিকানা যদি সমবায়ের মাধ্যমে আশপাশের প্রান্তিক কৃষকদের হস্তান্তর করা হতো, তাহলে চুরি ও খাদ্যের সংকট দুটোই ঠেকানো যেত। কৃষির যান্ত্রিকীকরণ হচ্ছে, এটি ভালো। তবে তা সমবায়ের মালিকানায় থাকলে আরও ভালো হতো।’
অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত বলেন, সমবায় আইন যাঁরা বাস্তবায়ন করছেন, সেই সরকারকে নিয়ন্ত্রণের বদলে সহযোগীর ভূমিকায় থাকার যে প্রস্তাব এএলআরডি দিয়েছে সেটি গ্রহণ করা। খাসজমি ভূমিহীনদের মধ্যে বিতরণ করার ব্যবস্থাও সরকারের নেওয়া উচিত। দেশে ভূমি নিয়ে যে মামলা হয় তা নিষ্পত্তি করতে গড়ে সাড়ে সাত বছর লাগে। এতে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়।
নিজের গবেষণার উদ্ধৃতি দিয়ে আবুল বারকাত বলেন, ‘এই যে ভূমি নিয়ে দেশের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, তা সময়ের হিসেব করলে আড়াই কোটি বছর হবে। তাই এসব বিষয়ে আমাদের পরিবর্তন ও সংস্কার আনতে হবে।’
এএলআরডির নির্বাহী পরচালক শামশুল হুদা বলেন, ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক করেছেন। এর সতর্কতার কারণে আগে থেকেই পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। অমর্ত্য সেনের উদ্ধৃতি টেনে তিনি বলেন, খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় বণ্টন ব্যবস্থার অসমতা, ক্রয়ক্ষমতা না থাকা, বাজারব্যবস্থার ত্রুটি, মানুষ যে খাদ্যকষ্টে আছে তা নানা বিধিনিষেধ আরোপের মাধ্যমে প্রকাশ করতে না দেওয়ায়। তাই দুর্ভিক্ষাবস্থা থেকে উদ্ধার পেতে চাইলে বণ্টনব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর না করে বেসরকারি সংস্থাগুলোকেও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
রুলফাও রাজশাহীর নির্বাহী পরিচালক আফজাল হোসেন বলেন, ‘সরকারের ভর্তুকির টাকা ব্যবসায়ীর কাছে যাচ্ছে। প্রান্তিক ও আদিবাসী কৃষকদের কাছে যাচ্ছে না। সরকারকে এটি নিশ্চিত করতে হবে, যেন এই ভর্তুকি সহায়তা প্রান্তিক ও আদিবাসী কৃষকদের কাছে পৌঁছায়।’
সেমিনারে আরও বক্তব্য রাখেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. সীমা জাহান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, অন্য চিত্র ময়মনসিংহের নির্বাহী প্রধান রেবেকা সুলতানাসহ অন্যরা।
ওয়ার্কার্স পার্টি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘বাজারে আসার আগেই মিলগেটে চালের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা বাড়ানো হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমবায় দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) উদ্যোগে ‘খাদ্য নিরাপত্তা, ক্ষুদ্র কৃষকদের সংকট ও সমবায়ের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
মেনন বলেন, ‘বৈশ্বিক প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে, দুর্ভিক্ষের বিষয়টি সামনে এসেছে। মানুষ খাদ্য কিনতে পারছে কি না বা তার ক্রয়ক্ষমতা আছে কি না—এটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে এখন থেকেই সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। ২০০ উপজেলায় যে শয্যাগার নির্মাণ হচ্ছে, তার মালিকানা যদি সমবায়ের মাধ্যমে আশপাশের প্রান্তিক কৃষকদের হস্তান্তর করা হতো, তাহলে চুরি ও খাদ্যের সংকট দুটোই ঠেকানো যেত। কৃষির যান্ত্রিকীকরণ হচ্ছে, এটি ভালো। তবে তা সমবায়ের মালিকানায় থাকলে আরও ভালো হতো।’
অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত বলেন, সমবায় আইন যাঁরা বাস্তবায়ন করছেন, সেই সরকারকে নিয়ন্ত্রণের বদলে সহযোগীর ভূমিকায় থাকার যে প্রস্তাব এএলআরডি দিয়েছে সেটি গ্রহণ করা। খাসজমি ভূমিহীনদের মধ্যে বিতরণ করার ব্যবস্থাও সরকারের নেওয়া উচিত। দেশে ভূমি নিয়ে যে মামলা হয় তা নিষ্পত্তি করতে গড়ে সাড়ে সাত বছর লাগে। এতে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়।
নিজের গবেষণার উদ্ধৃতি দিয়ে আবুল বারকাত বলেন, ‘এই যে ভূমি নিয়ে দেশের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, তা সময়ের হিসেব করলে আড়াই কোটি বছর হবে। তাই এসব বিষয়ে আমাদের পরিবর্তন ও সংস্কার আনতে হবে।’
এএলআরডির নির্বাহী পরচালক শামশুল হুদা বলেন, ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ভিক্ষের ব্যাপারে সতর্ক করেছেন। এর সতর্কতার কারণে আগে থেকেই পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। অমর্ত্য সেনের উদ্ধৃতি টেনে তিনি বলেন, খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় বণ্টন ব্যবস্থার অসমতা, ক্রয়ক্ষমতা না থাকা, বাজারব্যবস্থার ত্রুটি, মানুষ যে খাদ্যকষ্টে আছে তা নানা বিধিনিষেধ আরোপের মাধ্যমে প্রকাশ করতে না দেওয়ায়। তাই দুর্ভিক্ষাবস্থা থেকে উদ্ধার পেতে চাইলে বণ্টনব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর না করে বেসরকারি সংস্থাগুলোকেও সক্রিয়ভাবে কাজ করতে হবে।
রুলফাও রাজশাহীর নির্বাহী পরিচালক আফজাল হোসেন বলেন, ‘সরকারের ভর্তুকির টাকা ব্যবসায়ীর কাছে যাচ্ছে। প্রান্তিক ও আদিবাসী কৃষকদের কাছে যাচ্ছে না। সরকারকে এটি নিশ্চিত করতে হবে, যেন এই ভর্তুকি সহায়তা প্রান্তিক ও আদিবাসী কৃষকদের কাছে পৌঁছায়।’
সেমিনারে আরও বক্তব্য রাখেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. সীমা জাহান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, অন্য চিত্র ময়মনসিংহের নির্বাহী প্রধান রেবেকা সুলতানাসহ অন্যরা।
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতাকে আটকের পর মৃত্যুর ঘটনায় জরুরি তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেকোনো ধরনের হেফাজতে নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন।
৮ মিনিট আগেসেন্টমার্টিনে যে কোনো প্রকার পর্যটক যাতায়াতে নিষেধাজ্ঞা আজ শনিবার থেকে কার্যকর হয়েছে। দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে আগামী ৯ মাস কোনো পর্যটক যেতে পারবেন না। পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ থাকবে...
১৯ মিনিট আগেকুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
৩৯ মিনিট আগেকৃষি খাতে রাষ্ট্রীয় ভর্তুকি বিতরণে স্বচ্ছতার জন্য কৃষকদের স্মার্ট কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ইতিমধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। গত ৩০ জানুয়ারি ছিল এ বিষয়ে অংশীজনদের মতামত জানানোর শেষ দিন।
৫ ঘণ্টা আগে